'তুমি যদি মাইরা থাকো মাইর খাইবা' বললেন মন্ত্রী রতন লাল নাথ
বিরোধী দলের উপর আক্রমণের যে অভিযোগ উঠছে তার জবাব দিলেন মন্ত্রী রতন লাল নাথ। বললেন তুমি মাইরা থাকলে মাইর খাইবা।
দ্যা ফ্যাক্ট :- "তুমি যদি মাইরা থাকো, মাইর খাইবা, কিছু করার নাই"। রবিবার আগরতলায় একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই ভাবেই ত্রিপুরার সিপিআইএমের(CPIM) দিকে তোপ দাগলেন মন্ত্রী রতন লাল নাথ। এমনকি সিপিআইএমের উপর আক্রমণকে কর্মফল বলে মন্তব্য করেছেন মন্ত্রী।
রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী থেকে শুরু করে সিপিআইএমের তরফে প্রতিনিয়ত অভিযোগ আসে তাদের ওপর আক্রমণ সংঘটিত হবার বিষয়ে। এবার সেই বিষয়ে মুখ খুললেন মোহনপুরের বিধায়ক তথা বিজেপি মন্ত্রী রতন লাল নাথ। রবিবার একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী চাচা ছোলা ভাষায় বিরোধীদের ওপর আক্রমণ হবার যে অভিযোগ আসছে তাকে কর্মফল বলে দাবি করেছেন রতন লাল নাথ। মন্ত্রী বলেন গীতায় লেখা আছে 'কর্মফল ভোগ করতে হবে'। কেউ আটকাতে পারবেনা। বিজ্ঞানী নিউটনের তথ্য টেনে শ্রী নাথ বলেন 'এভ্রি একশন হেজ এন ইকুয়াল এন্ড অপজিট রিঅ্যাকশন'( every action has an equal and opposite reaction)। এখানেই থেমে থাকেননি মন্ত্রী।
রবীন্দ্রনাথের লেখা উল্লেখ করে বলেন
'তুমি যতটা দেবে
ঠিক ততটাই ফেরত পাবে
হোক সেটা ভালোবাসা নাহয় কষ্ট
অনেকদিন পর
হয়তোবা অন্য কোন নামে
অন্য কোন খামে
কিন্তু ফেরত তুমি পাবেই----
অবশেষে মন্ত্রী বললেন আমি কি করুম, তুমি পিডা দিয়া থাকলে পিডা খাইবা। রবিবার মন্ত্রীর এই বক্তব্য প্রকাশে আসার পর শুরু হয়েছে জোড় আলোচনা।
What's Your Reaction?