কৈলা শহরের উদ্ধার অত্যন্ত প্রাচীন ঐতিহ্যবাহী মূর্তি

কৈলাশহরে শ্রমিকরা কাজ করার সময় উদ্ধার হয়েছে অত্যন্ত প্রাচীন একটি মূর্তি। কয়েকশো বছর পুরানো এই মূর্তিটি শ্রমিকরা কাজ করার সময় উদ্ধার হয়েছে।

Jan 22, 2025 - 00:00
 0  21
কৈলা শহরের উদ্ধার অত্যন্ত প্রাচীন ঐতিহ্যবাহী মূর্তি
কৈলা শহরের ভূইয়াপাড়া এলাকায় উদ্ধার অত্যন্ত প্রাচীন একটি মূর্তি।ছড়ি:- নিজস্ব

দ্যা ফ্যাক্ট:- আবারো উদ্ধার অত্যন্ত প্রাচীন একটি মূর্তি। এবার কৈলাশহরের দেওয়াছড়া এডিসি ভিলেজের ভূঁইয়া পাড়া এলাকা থেকে উদ্ধার হয়েছে এই প্রাচীন মূর্তি। জানা গেছে এটি ভগবান ব্রহ্মার মূর্তি। শ্রমিকরা কাজ করার সময় উদ্ধার হয়েছে এই মূর্তিটি। 

কৈলা শহরের ঊনকোটি পাহাড়ে অত্যন্ত প্রাচীন বিভিন্ন দেবদেবীর মূর্তি এক বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ভারত এবং বিদেশের পর্যটকদের নিকট। মঙ্গলবার একটি রাস্তার মাটি কাটার সময় শ্রমিকদের কোদালের আঘাতে উঠে আসে এই মূর্তিটি। ঘটনাস্থলে ছুটে গেছে স্থানীয় প্রশাসনিক আধিকারিকদের পাশাপাশি আর্কিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়ার কৈলা শহর স্থিত এসিস্টেন্ট কনজারভেটর অভিষেক কুমার। তিনি এই মূর্তিটি উদ্ধার করে নিয়ে গেছেন। জানা গেছে এটি কয়েক শত বছর প্রাচীন মূর্তি। এই মূর্তির সাথে ঊনকোটি পাহাড়ের বিভিন্ন দেবদেবীর মূর্তির বেশ সাদৃশ্য রয়েছে। তবে যে স্থান থেকে এই মূর্তি উদ্ধার হয়েছে এই এলাকাতে আরো এই ধরনের মূর্তি রয়েছে কিনা তাদের শুরু হয়েছে জোর জল্পনা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow