বামুটিয়ায় উদ্বোধন হলো মডার্ন রাবার প্রসেসিং ইউনিটের

বামুটিয়ায় উৎপাদন হবে গুণগতমান সম্পন্ন রাবার সিট, উদ্বোধন হলো প্রসেসিং ইউনিটের

Dec 19, 2023 - 01:49
Dec 19, 2023 - 01:50
 0  51
বামুটিয়ায় উদ্বোধন হলো মডার্ন রাবার প্রসেসিং ইউনিটের
বামুটিয়ার তালতলায় বিনোদিনী চা বাগানে মডার্ন রাবার প্রসেসিং ইউনিটের উদ্বোধন করলেন মন্ত্রী রতন লাল নাথ।ছবি:- দ্যা ফ্যাক্ট

দ্যা ফ্যাক্ট :-চা বাগানের যে সমস্ত জমি খালি রয়েছে সেখানে প্রয়োজনে আনারস চাষ করা যেতে পারে। কারণ ত্রিপুরার কুইন আনারস বিশ্ব বিখ্যাত। এছাড়াও আগর, বাঁশ, পামওয়েল চাষ করা যেতে পারে। সোমবার বামুটিয়ার তালতলায় বিনোদিনী চা বাগানে মর্ডান রাবার শিট প্রসেসিং ইউনিটের উদ্বোধনী মঞ্চে বলছিলেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ।বা

                    মুটিয়া এলাকার তালতলায় বিনোদিনী চা বাগানে এসআরপি প্রজেক্ট লিমিটেড বিশাল এলাকায় রাবার বাগান গড়ে তুলেছেন। দীর্ঘদিন যাবত এই রাবার বাগানে উৎপাদন শুরু হলেও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে গুণগতমান সম্পন্ন রাবার সিট তৈরি করা সেই অর্থে হয়নি। সোমবার আধুনিক স্মোক হাউস উদ্বোধনের মধ্য দিয়ে এই চা বাগানের রাবার প্রজেক্ট থেকে গুণগত মান সম্পন্ন রাবার সিট তৈরি করা সম্ভব হবে। এদিন ফিতা কেটে এবং ফলক উন্মোচনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মন্ত্রী রতন লাল নাথ। মন্ত্রী বলেন ২০১৮ সালে গোটা ত্রিপুরা রাজ্যে রাবার চাষ হতো ৭৫ হাজার হেক্টর জমিতে। বর্তমানে এই চাষ বেড়ে দাঁড়িয়েছে ৯৭ হাজার ১২২ হেক্টর জমিতে। ২০১৭-১৮ সালে রাজ্যের রাবারের উৎপাদন হত ৫০ হাজার এমটি। বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ২ হাজার এমটিতে। এর মধ্যে দিয়ে কিভাবে রাজ্যে রাবারের ব্যাপক উন্নতি হচ্ছে তা ধারণা করা যায় বলে দাবি করলেন মন্ত্রী রতন লাল নাথ। উদ্বোধনী মঞ্চে তিনি আরো বলেন আগামী কেবিনেটে প্রস্তাব হতে যাচ্ছে যে সমস্ত চা বাগানে খালি জমি রয়েছে সেই জমিতে আগর, পাম ওয়েল এবং বাঁশ চাষ করার। ইতিমধ্যেই এই সিদ্ধান্ত গৃহীত হলে রাজ্যের চা বাগান গুলোতে যে সমস্ত খালি জমি রয়েছে সেগুলোতে এই অর্থকারী চাষ প্রক্রিয়ার মধ্য দিয়ে চা বাগান গুলো আরো সমৃদ্ধ হবে বলে আশা ব্যক্ত করলেন মন্ত্রী।উদ্বোধনী মঞ্চে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাবার বোর্ডের ডাইরেক্টর ডঃ সাবার ধননিয়া, বামুটিয়ার প্রাক্তন বিধায়ক কৃষ্ণ ধন দাস, বামুটিয়াপঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শিলা দাস সেন এবং অন্যান্যরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow