মোহনপুর মহকুমা ভিত্তিক শারদ সম্মান ২০২৪ এর পুরস্কার প্রদান
এই প্রথম মোহনপুর মহকুমা ভিত্তিক শরদ সম্মান অনুষ্ঠিত হয়েছে। বিজয়ী ক্লাবগুলোকে আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়েছে পুরস্কার।
দ্য ফ্যাক্ট :- মোহনপুর মহকুমা প্রশাসনের উদ্যোগে শারদ সম্মান ২০২৪ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়েছে বৃহস্পতিবার। মহকুমা শাসক কার্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পুরস্কার প্রদান করা হয় এদিন। আগামী দিনে মহকুমার ক্লাবগুলোকে সুন্দর বিষয়বস্তু নিয়ে পুজোর আয়োজন করার পরামর্শ দিলেন মন্ত্রী রতন লাল নাথ। যার মধ্য দিয়ে একটি সুস্থ প্রতিযোগিতা সম্ভব হবে বলেও তিনি আশা ব্যক্ত করেছেন।
শহরাঞ্চলে বিভিন্ন প্রতিষ্ঠান শারদ সম্মানের আয়োজন করলেও মহকুমা স্তরে খুব একটা উদ্যোগ দেখা যায় না। এই বছর মোহনপুর মহকুমা প্রশাসন উদ্যোগ গ্রহণ করেছে শারদ সম্মান প্রদান করার। মোট ১১টি ক্যাটাগরিতে ৩৫টি পুরস্কার প্রদান করা হয়েছে বিজয়ীদের। এর মধ্যে ঐতিহ্যবাহী পূজা এবং মহিলাদের দ্বারা পরিচালিত পূজায় কোনো ধরনের প্রতিযোগিতা করা হয়নি। এই দুটি বিভাগে সাম্মানিক প্রদান করা হয়েছে।
এঘ্নট্রদিনের পুরস্কার বিতরণী পর্বে মোহনপুর মহকুমা শাসক সুভাষ দত্ত বলেন, মোহনপুরে বিধায়ক তথা মন্ত্রী রতন লাল নাথের পরামর্শেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। অত্যন্ত অল্প সময়ের মধ্যে উদ্যোগ নিয়ে এই কর্মসূচি বাস্তবায়িত হয়েছে বলে জানিয়েছেন তিনি। অন্যদিকে মন্ত্রী রতন লাল নাথ বলেন, এই প্রতিযোগিতা একটি সুস্থ পরিবেশ সৃষ্টি করতে পারে। প্রতিটি ক্লাবের মধ্যে কে কত ভালো পূজা মানুষকে উপহার দিতে পারবে, আগামী বছর থেকে তার প্রতিযোগিতা শুরু হোক। পাশাপাশি মন্ত্রী আহ্বান করেন, এই দুর্গাপূজাকে কেন্দ্র করে নিজেদের আনন্দ অন্যের দুঃখের কারণ যাতে না হয়, সেদিকে সমস্ত ক্লাব কর্তৃপক্ষকে নজর রাখতে হবে।
মন্ত্রী আরও বলেন, বর্তমানে দুর্গোৎসব শুধুমাত্র বাঙালিদের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি গোটা ভারতবর্ষে এখন বড় উৎসবে পরিণত হয়েছে। এই উৎসবকে কাজে লাগিয়ে নিজেদের ঐতিহ্য, সংস্কৃতি এবং কৃষ্টিকে আরো শক্তিশালী করার জন্য তিনি পরামর্শ দিয়েছেন। এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাষ্ট্রমন্ত্রী বৃষকেতু দেববর্মা, টিটিএএডিসির ইএম রবীন্দ্র দেববর্মা, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী সহ অন্যান্যরা।
What's Your Reaction?