জাতীয় সড়কে TISF-র অবরোধ, মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে অবরোধকারীরা গ্রেফতার
পূর্ব ঘোষণা অনুযায়ী জাতীয় সড়ক এবং রেলপথ অবরোধ করে TISF
দ্যা ফ্যাক্ট:-রোমান স্ক্রিপ্টের দাবিতে টিআইএসএফ পূর্ব ঘোষণা মোতাবেক রাজ্যের বিভিন্ন জাতীয় সড়ক অবরোধ করে সোমবার। এই দিন সকালে জাতীয় সড়ক অবরোধের পাশাপাশি মুখ্যমন্ত্রী বাড়ির সামনে অবরোধ সংঘটিত করা হয়। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। অবরোধকারীদের গ্রেফতার করে সড়ক অবরোধ মুক্ত করে আরক্ষা কর্মীরা।
সম্প্রতি টিআইএসএফ সাংবাদিক সম্মেলন করে ঘোষণা দিয়েছিল রোমান স্ক্রিপ্টের দাবিতে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য জাতীয় সড়ক এবং রেলপথ অবরোধ করা হবে। সেই মোতাবেক সোমবার সকাল থেকেই আগরতলা খোয়াই জাতীয় সড়কের লেম্বুছড়া, হেজামারা এবং বিভিন্ন অঞ্চলে জাতীয় সড়ক অবরোধ করা হয়। হেজামারা এলাকাতে অবরুস্থলে টিটিএডিসির ইএম রবীন্দ্র দেববর্মা বলেন ককবরক ভাষাকে সহজভাবে লেখার জন্য এই রোমান ক্রিপ্টের দাবি করা হচ্ছে। সরকার অতিসত্বর এই দাবি পূরণ করার জন্য উদ্যোগ নিতে অনুরোধ করলেন রবীন্দ্র দেববর্মা।
অন্যদিকে গনরাজ চৌমুনীতে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে পথ অবরোধ করে টিআইএসএফের কর্মী সমর্থকরা। ঘটনা ছুটে যায় পুলিশ। পুলিশ অবরোধকারীদের গ্রেফতার করে নিয়ে যায়। তারপরই অবরোধ মুক্ত হয় এই সড়ক। খবর করা পর্যন্ত গোটা রাজ্যেই শান্তিপূর্ণভাবে চলছে এই অবরোধ কর্মসূচি।
What's Your Reaction?