বামুটিয়ায় বিকশিত ভারত সংকল্প যাত্রায় আবেগপ্রবণ প্রতিমা ভৌমিক
বামুটিয়ার সুবিধা ভোগীদের বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হল বিকশিত ভারত সংকল্প যাত্রা অভিযানের আওতায়
দ্যা ফ্যাক্ট:-দেশের সর্বস্তরের মানুষের জন্য কাজ করছেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি। বিশেষ করে গরিব এবং গ্রাম নিয়ে বিশেষ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। সর্বস্তরের মানুষের কাছে সরকারের সমস্ত ধরনের সুযোগ সুবিধা পৌঁছে দিতে গোটা দেশে এক যুগে কর্মযগ্য শুরু হয়েছে।বামুটিয়া ব্লকে বিকশিত ভারত সংকল্প যাত্রায় বললেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক।
বামুটিয়া ব্লক এলাকার বিভিন্ন স্ব-সহায়ক দল এবং কৃষকদের ট্রাক্টর এবং কৃষি কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী বিতরণ করতে গিয়ে আবেগপ্রবণ হলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। আক্ষেপ করে বললেন "সামান্য একটি ট্রাক্টরের জন্য আমরা কৃষি কাজ করতে পারিনি। সিপিআইএম দুর্নীতিবাজরা আমাদের বঞ্চিত করেছিল। আজ আমি নিজ হাতে শত শত মানুষের হাতে ট্রাক্টর তোরে দিচ্ছি"। আর তা সম্ভব হয়েছে দেশের প্রধানমন্ত্রীর জন্য। বামুটিয়া ব্লক এলাকাতে জোর কদমে চলছে বিকশিত ভারত সংকল্প যাত্রা কর্মসূচি বাস্তবায়নের কাজ। সোমবার ব্লক প্রাঙ্গনে এই কর্মসূচির অঙ্গ হিসেবে সপ্তম শিবির অনুষ্ঠিত হয়েছে। এদিন এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন দপ্তরের প্রদর্শনী স্টল করার পাশাপাশি সরকারের সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়া হয়েছে সাধারণ মানুষের হাতে। কৃষি দপ্তর, প্রাণী সম্পদ বিকাশ দপ্তর, বনদপ্তর, স্বাস্থ্য দপ্তর, সিএলএফ সহ বিভিন্ন দপ্তরের সাধারণ মানুষকে সরকারি পরিষেবা প্রদান করা হয়েছে এদিন। প্রধান অতিথির ভাষণে প্রতিমা ভৌমিক বলেন রাস্তায় বসে স্লোগান দেওয়া আর আন্দোলন করার দিন শেষ। সারা ভারতবর্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে উন্নয়ন যগ্য শুরু হয়েছে। দেশের সমস্ত ধর্মের মানুষ, সমস্ত রাজনৈতিক দলের মানুষদের হাতে কোন ধরনের কার্পণ্য ছাড়া একযুগে ঘর, জল, কিষান সম্মান নিধি, বিদ্যুৎ, হেলথ কার্ড, উজ্জ্বলা যোজনায় গ্যাস সহ সমস্ত পরিষেবা পৌঁছে দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি দায়িত্বভার গ্রহণ করার পর দেশের মানুষের জীবনধারায় এক আমূল পরিবর্তন এসেছে বলে দাবি করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। এদিন পরবর্তী সময়ে বিভিন্ন স্বসহায়ক দলের হাতে চেক, ই শ্রমআর্ড, কৃষি যন্ত্রপাতি সহ বিভিন্ন পরিষেবা সুবিধাভোগীদের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দিলেন প্রতিমা ভৌমিক। অনুষ্ঠান মঞ্চে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বামুটিয়া ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শিলা দাস সেন, মহকুমা শাসক সুভাষ দত্ত, প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস সহ অন্যান্যরা।
What's Your Reaction?