TWJA-র উদ্যোগে আগরতলা প্রেসক্লাবে রক্তদান শিবির ও পশ্চিম জেলা সম্মেলন
TWJA-র রক্তদান শিবির ও জেলা সম্মেলনে ব্যাপক সরা
দ্যা ফ্যাক্ট ব্যুরো:-ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হয় আগরতলা প্রেসক্লাবে। এই রক্তদান শিবিরে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে সূচনা করেন মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা। পাশাপাশি দ্বিতীয় পর্যায়ে অনুষ্ঠিত হয় সংগঠনের পশ্চিম জেলা সম্মেলন।
ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন রাজ্যের কর্মরত সাংবাদিক ও সংবাদ কর্মীদের সর্ববৃহৎ ও সর্ব প্রাচীন সংগঠন হিসেবে পরিচিত। পেশাগত দায়িত্ব পালন এবং সাংবাদিক ও সংবাদকর্মীদের স্বার্থ রক্ষার্থে সাংগঠনিক বিভিন্ন কর্মসূচির পাশাপাশি রক্তদানে এগিয়ে এলো এসোসিয়েশন। শনিবার আগরতলা প্রেসক্লাবে অনুষ্ঠিত এই রক্তদান শিবিরের উদ্বোধনের পাশাপাশি রক্তদান শিবির ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী। উদ্বোধনী মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী আহ্বান রাখেন সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে যত্নশীল ও সঠিক সংবাদ তুলে ধরার। তিনি বলেন রাজ্যের সাংবাদিকরা অত্যন্ত মেধার সাথে কাজ করে যাচ্ছে। তিনি এও উল্লেখ করেন দিনরাত হারভাঙ্গা খাটনির মধ্য দিয়ে সাংবাদিকরা প্রতিদিন কাজ করে। এই রক্তদান শিবিরের উদ্বোধনী পর্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পুরো নিগমেল মেয়র দীপক মজুমদার, লুকায়ুক্ত কল্যাণ নারায়ন ভট্টাচার্য এবং অন্যান্যরা।
পরবর্তী সময়ে পশ্চিম জেলার সম্মেলন অনুষ্ঠিত হয় এই দিন। এই সম্মেলনে পুরানো কমিটি ভেঙ্গে নতুন কমিটির গঠন করা হয়। সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে এদের সংগঠনের সদস্য সদস্যরা খোলাখুলি এবং বিস্তারিত আলোচনা করেন। নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন তাপস ধর, সহ-সভাপতি সুমন ভট্টাচার্য এবং বিপ্লব চন্দ। অন্যদিকে সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ভূপাল চক্রবর্তী, সহ-সম্পাদক এবং সম্পাদিকা বাদল চন্দ্র দাস এবং মনীষা ঘোষ নির্বাচিত হয়েছেন। কোষাধ্যক্ষ হিসেবে কর্ণেন্দু রায়কে নির্বাচিত করেছেন সদস্য সদস্য সদস্যরা। সংগঠনের পশ্চিম জেলা কমিটিতে মোট ১৫ জনকে নির্বাচিত করা হয়েছে।
What's Your Reaction?