ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মোহনপুর, সহযোগিতায় মহকুমা প্রশাসন

ঘূর্ণিঝড়ে গৃহহীন বেশ কিছু পরিবার। সহযোগিতায় এগিয়ে এলো মহকুমা প্রশাসন।

Mar 25, 2024 - 02:24
 0  19
ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মোহনপুর, সহযোগিতায় মহকুমা প্রশাসন
ঘূর্ণিঝড়ের প্রভাবে গৃহীনদের সহযোগিতা প্রদান করলো মোহনপুর মহাকুমা প্রশাসন।

দ্যা ফ্যাক্ট:-শনিবার রাতে ঘূর্ণিঝড়ে বেশ ক্ষয়ক্ষতির সম্মুখীন মোহনপুর মহকুমা এলাকা। বাড়িঘর থেকে শুরু করে বিদ্যুৎ পরিষেবা প্রভাবিত হয়েছে এই দিন। তবে এই ঘূর্ণিঝড়ে মানুষের শারীরিকভাবে তেমন কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। রবিবার বেশ কিছু ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে আর্থিক সহায়তা পৌঁছে দিয়েছে মোহনপুর মহাকুমা প্রশাসন। বাকিদের মধ্যেও সহযোগিতা পৌঁছে দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

             শনিবার রাতে ঘূর্ণিঝড়ের প্রভাবে মোহনপুর মহকুমা এলাকার মধ্যে বেশি প্রভাবিত হয়েছে হেজামারা ব্লক এলাকা। যেহেতু হেজামাড়া ব্লক এলাকাতে পাহাড়ি অঞ্চল বেশি রয়েছে তাই এই অঞ্চলে ক্ষয়ক্ষতির পরিমাণটাও বেশি। অন্যদিকে মোহনপুর, লেফুঙ্গা, বামুটিয়া এলাকাতে খতির সম্মুখীন হয়েছেন সাধারণ মানুষ। বহু অঞ্চলের বাড়িঘর ভেঙ্গে গেছে। বিদ্যুৎ পরিবাহী তার ছিড়ে গেছে। আবার কোথাও রাস্তায় গাছ ভেঙ্গে পড়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা মহকুমা এলাকায় রবিবার দুপুর পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক ছিল না। অন্যদিকে মোহনপুর মহাকুমা শাসক সুভাষ দত্ত জানান প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারদের হাতে সহযোগিতা পৌঁছে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই ১২ টি পরিবারের হাতে ৫০০০ টাকা করে প্রদান করা হয়েছে। তবে বিশেষ করে‌ হেজামারা ব্লক এলাকাতে যে সমস্ত মাটি এবং বাঁশের ঘর রয়েছে সেগুলোকে অতিসত্বর প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় আনা হলে এই ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা এড়ানো সম্ভব। সেই ক্ষেত্রে এই ধরনের প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে সুরক্ষিত থাকবে সাধারণ মানুষ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow