হেজামারায় BJP-র দলীয় কার্যালয় স্থাপনের ভূমি পূজা মথার হামলা, প্রতিরোধ BJP-র
সিমনা বিধানসভা এলাকার অন্তর্গত হেজামারাতে বিজেপির দলীয় কার্যালয় স্থাপনের জন্য ভূমি পূজার আয়োজন করা হয় মঙ্গলবার। এই ভূমি পূজা কর্মসূচিকে কেন্দ্র করে মথার দুষ্কৃতীরা হামলা করে বলে অভিযোগ। হয় পাল্টা প্রতিরোধ। ঘটনা স্হলে হাজির হয় পুলিশ। নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি।
দ্যা ফ্যাক্ট :- হেজামারায় বিজেপির দলীয় কার্যালয় নির্মাণের ভূমি পূজায় বাঁধা দিল মথার সমর্থকেরা। শুরু হয় আক্রমণ। সিমনা বিধানসভা এলাকাতে একজন লোকোও বিজেপি দল করতে পারবে না বলে হুলিয়া জারি করল আক্রমণকারীরা।
মঙ্গলবার ১ নং সিমনা বিধানসভা এলাকার হেজামারাতে বিজেপির দলীয় কার্যালয় নির্মাণ করার জন্য ভূমি পূজা করার উদ্যোগ গ্রহণ করা হয়। এই উদ্যোগে সদল বলে এসে বাঁধা দিল মথার সমর্থকেরা। বিজেপির ফ্লেগ সরিয়ে মাথার ফ্লেগ বসিয়ে দেয় আক্রমণকারীরা। হুলিয়া জারি করা হয় সিমনা বিধানসভা এলাকাতে বিজেপি দল করা যাবে না। এক পর্যায়ে বিজেপি পাল্টা প্রতিবাদ করে এই আক্রমণের। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বাহিনী। পাল্টা আক্রমণকারীদের ধাওয়া করে বিজেপি কর্মী সমর্থকরা। যদিও দীর্ঘ সময় পর পুলিশি হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি।
What's Your Reaction?