কালীবাজারে নিজ বাড়ি থেকে ব্রাউন সুগার সহ গ্রেফতার নেশা কারবারি

বামুটিয়ার কালীবাজারে নেশা বাণিজ্যের সাথে জড়িত থাকার দায়ে এক ব্যক্তিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ব্রাউন সুগার।

Mar 11, 2025 - 22:45
Mar 11, 2025 - 23:06
 0  148
কালীবাজারে নিজ বাড়ি থেকে ব্রাউন সুগার সহ গ্রেফতার নেশা কারবারি
কালীবাজারে নিজ বাড়ি থেকে ব্রাউন সুগার সহ গ্রেফতার পার্থ দাস। ছবি:- নিজস্ব

দ্যা ফ্যাক্ট :- দীর্ঘদিন নেশা বাণিজ্যের সাথে জড়িত থাকার পর পুলিশের হাতে গ্রেফতার পার্থ দাস নামে এক নেশার কারবারি। বামুটিয়ার কালীবাজার স্হিত তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে তাকে। উদ্ধার করা হয়েছে প্রায় ১১ গ্রাম ব্রাউন সুগার। অভিযুক্তকে মঙ্গলবার আদালতে পাঠিয়েছে পুলিশ।

                     বামুটিয়ার কালীবাজার এলাকার নিবাসী পার্থ দাস দীর্ঘদিন যাবত নেশা বাণিজ্যের সাথে উতপ্রুত ভাবে জড়িত। ব্রাউন সুগার, ইয়াবা সহ বিভিন্ন নেশা সামগ্রী বিক্রি করে যাচ্ছে সে। তার এই নেশা বাণিজ্যের কারণে বহু যুবক-যুবতী ইতিমধ্যেই ধ্বংসের মুখে এসে দাঁড়িয়েছে। সোমবার গভীর রাতে তার বাড়িতে অভিযান চালায় পুলিশ। লেপুঙ্গা থানার ওসি সহদেব দাস এবং বামুটিয়া ফাঁড়ির ওসি এন্থনি জমাত ইয়ার নেতৃত্বে চলে এই নেশা বিরোধী অভিযান।উদ্ধার করা হয়েছে প্রায় ১১ গ্রাম ব্রাউন সুগার। রাতে গ্রেফতার করা হয়েছে পার্থ দাসকে। মঙ্গলবার পুলিশ রিমান্ডের আবেদন চেয়ে অভিযুক্তকে আদালতে পাঠায় পুলিশ। আগামী ১৩ তারিখ পর্যন্ত অভিযুক্তের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ধারণা করা হচ্ছে তাঁকে জোর জিজ্ঞাসাবাদ করে অন্যান্য নেশা কারবারি এবং নেশা সামগ্রী উদ্ধার করতে উদ্ধার করতে সক্ষম হবে পুলিশ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow