ক্রিকেট ইতিহাসে টাইম আউটের মতো বিরল সিদ্ধান্তে বাংলাদেশেকে তীব্র ভৎর্সনা

টাইম আউটে ভর করে জয় ছিনিয়ে নেওয়া সাকিব আল হাসানদের উদ্দেশ্য ছিল বলে ভক্তদের সমালোচনা

Nov 7, 2023 - 04:16
Nov 7, 2023 - 05:31
 0  65
ক্রিকেট ইতিহাসে টাইম আউটের মতো বিরল সিদ্ধান্তে বাংলাদেশেকে তীব্র ভৎর্সনা
হেলমেটের ফিতা ছেড়া, টাইম আউটের আবেদন ফিরিয়ে নিতে নারাজ বাংলাদেশ

দ্যা ফ্যাক্ট অফ ত্রিপুরা:-বিশ্বকাপ খেলতে নেমে একের পর এক ম্যাচে লজ্জাজনক হার বাংলাদেশের। তাতে লাগাম টানতে টাইম আউটের ফাঁদে ফেলে শ্রীলংকান ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে ফিরিয়ে দেয় বাংলাদেশ। গোটা বিশ্বজুড়ে এমনই সমালোচনার ঝড়।

                ২০২৩ বিশ্বকাপ খেলতে এসে বাংলাদেশ একটি ম্যাচে জয়ী হয়েছে। বাকি সমস্ত ম্যাচেই ধরাশায়ী হয়েছে এই দল। যদিও প্রতিবার পরাজিত হওয়ার পর কোন না কোন ভাবে ভারতের চক্রান্তের হদিস খুঁজে বের করার চেষ্টা করেছে দেশটির দর্শকরা। একের পর এক পরাজয়কে কেন্দ্র করে মূল প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছে বাংলাদেশ। একই পথের পথিক শ্রীলংকা। সোমবার শ্রীলংকা এবং বাংলাদেশের মধ্যে অনুষ্ঠিত ম্যাচে ব্যাট করতে নামেন শ্রীলংকান ব্যাটসম্যান অ্যাঞ্জেলো ম্যাথুস। আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ম অনুযায়ী ব্যাটসম্যানকে ২ মিনিটের মধ্যে ব্যাট করার জন্য পিচে প্রস্তুত হতে হবে। অ্যাঞ্জেলো ম্যাথুস ব্যাট করতে এসে দেখেন হেলমেটের ফিতে ছেড়া। হেলমেট বদল করে পিচে ব্যাট করার জন্য প্রস্তুত হতে ২ মিনিটের বেশি সময় অতিবাহিত হয়। এই সুযোগকে কাজে লাগিয়ে সাকিব আল হাসান টাইম আউটের আবেদন করেন। ক্রিকেট নিয়মের ৪০ নম্বরে উল্লেখ রয়েছে কোন ব্যাটসম্যান ব্যাট করার জন্য ২ মিনিটের বেশি সময় নিলে তাকে আউট হিসেবে ঘোষণা করা যেতে পারে। এই নিয়ম আনা হয়েছে ইচ্ছাকৃত সময় নষ্ট না করার জন্য। কিন্তু সারা বিশ্বে এই নিয়মের ব্যবহার ইতিপূর্বে হয়নি। যেহেতু সাকিব আল হাসানের আবেদন আইন গত ভাবে সঠিক ছিল তাই অ্যাঞ্জেলো ম্যাথুসকে আউট ঘোষণা করলো আম্পায়ার। বাংলাদেশের এই আবেদন ফিরিয়ে নিতে বারংবার সাকিব আল হাসান এবং আম্পেয়ারের কাছে আবেদন জানিয়েছিল অ্যাঞ্জেলো ম্যাথুস। কিন্তু বিশ্বকাপের ময়দানে একটি ম্যাচ বাদে সমস্ত ম্যাচেই পরাজয় হাসিল করা বাংলাদেশ এই আবেদনে সাড়া দেয়নি। অনেকটাই খেলে জিতার চেষ্টার চাইতে না খেলে জিতার চেষ্টাটাই সহজ পথ হিসেবে বেছে নিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ দলের এই আচরণকে ঘিরে সারা পৃথিবীতে ক্রিকেট মহলে সমালোচনার ঝড় বইছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow