মোহনপুরে শান্তিপূর্ণ ভাবে সমাপ্ত বন্ধ,অ-এডিসি এলাকায় হামলার অভিযোগে মথার বিরোদ্ধে
দাবি আদায় না হলে একদিনের বন্ধ থেকেও বড় আন্দোলন হতে পারে, ঘোষণা মোথা নেতৃত্বের

দ্যা ফ্যাক্ট অফ ত্রিপুরা:-তিপ্রা মথার ডাকা ১২ ঘন্টার এডিসি বন্ধ মোহনপুর মহকুমাতে শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়। কিন্তু অডিসি এলাকাতে আক্রমণ ও ভাঙচুরের অভিযোগ উঠেছে তিপ্রামোথা সমর্থকদের বিরুদ্ধে। শনিবার আগরতলা খোয়াই জাতীয় সড়কের লেম্বুছড়া চৌমুহনি এবং হেজামারার খোয়াই চৌমুহনিতে মুখ্য অবরোধ সংঘটিত হয়।
সকাল ৬টা থেকেই আগরতলা খোয়াই জাতীয় সড়ক অবরোধ করে মথা সমর্থকেরা। নেতা ও সমর্থকেরা ছাউনি বানিয়ে বসে রাস্তার উপর। লেম্বু ছড়ায় ইএম রুনিয়াল দেববর্মার নেতৃত্বে এদিন পথ অবরোধ করা হয়।হয় পিকেটিং।রাস্তায় আগুন জ্বালিয়ে বন্ধের সমর্থকরা অবরোধ সংঘটিত করে। রুনিয়াল দেববর্মা দাবি করেন এই বন্ধের মধ্য দিয়ে কেন্দ্রীয় সরকারকে বোঝানোর চেষ্টা করা হয়েছে এডিসি এলাকার সমস্যা সমাধানে অতি দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য।
অন্যদিকে খোয়াই চৌমুহনিতে ইএম রবীন্দ্র দেববর্মা এবং বিধায়ক বৃষকেতু দেববর্মার নেতৃত্বে হয় জাতীয় সড়ক অবরোধ। এই অবরোধস্থল থেকে বিধায়ক-বৃষকেতু দেববর্মা দাবি করেন উপজাতি এলাকার মানুষের জল, স্বাস্থ্য, রাস্তাঘাট এবং পরিকাঠাম উন্নয়নে সরকারকে উদ্যোগ নিতে হবে। তিনি আরো বলেন আমাদের আন্দোলন কারোর বিরুদ্ধে নয়।আমরা আমাদের জাতি গোষ্ঠীর অধিকার এবং ভবিষ্যতে রক্ষা করতে এই আন্দোলন করছি। অন্যদিকে গ্রেটার তিপ্রা ল্যান্ডের যে দাবি উত্থাপন করা হয়েছে তা অচিরেই পূরণ করার জোরালো দাবি করলেন ইএম রবীন্দ্র দেববর্মা।
এদিন অ-এডিসি এলাকা কলাগাছিয়া বাজারে বন্ধ সমর্থকরা হামলা চালায় বলে অভিযোগ। সেখানে বাজার,দোকানপাট, কালা ছড়া প্যাক্স লিমিটেডে আক্রমণ এবং ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে বন্ধ সমর্থককারদের বিরুদ্ধে।
এছাড়াও কলাগাছিয়া বাজারে কালাছড়া গ্রামীণ ব্যাংকে গিয়ে জবরদস্তি ব্যাংক কর্মীদের বের করে ব্যাংক বন্ধ করে দেয় মথা সমর্থকরা। এই ঘটনায় অ-এডিসি এলাকা হওয়া সত্বেও এই এলাকাতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরি এই দিন। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
What's Your Reaction?






