বামুটিয়ায় গ্রাম অন্বেষণের দ্বিতীয় দিনে সাংস্কৃতিক সন্ধ্যা এবং সংবর্ধনা সম্পন্ন
বাবুটিয়া ব্লকের উদ্যোগে গ্রাম অন্বেষণ কর্মসূচির অঙ্গ হিসেবে শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হলো মনোগো সাংস্কৃতিক অনুষ্ঠান।
দ্যা ফ্যাক্ট :- গ্রাম অন্বেষণ কর্মসূচির অঙ্গ হিসেবে ঋষ্যমুখ এবং বগাফা ব্লকের জনপ্রতিনিধিরা তিন দিনের বামুটিয়া ব্লক সফরে এসেছেন। তারই অঙ্গ হিসেবে শুক্রবার গ্রাম পঞ্চায়েত এলাকা পরিদর্শন এবং সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বাবুটিয়া ব্লক এলাকার শিল্পীদের পাশাপাশি রাজ্যের প্রতিষ্ঠিত শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেছেন।
বিগত দুদিন যাবৎ বামুটিয়া ব্লক এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করছেন ঋষ্যমুখ এবং বগাফা ব্লকের জনপ্রতিনিধিরা। শুক্রবার নরসিংগড় গ্রাম পঞ্চায়েত এলাকায় বিভিন্ন সরকারি প্রকল্প এবং উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেছেন এই জনপ্রতিনিধিরা। এই দিন সন্ধ্যায় আয়োজন করা হয়েছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের। এতে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী। সাংস্কৃতিক সন্ধ্যায় বগাফা এবং ঋষ্যমুখ ব্লকের তরফে বামুটিয়া ব্লক এলাকার জনপ্রতিনিধিদের সংবর্ধনা জ্ঞাপন এর পাশাপাশি ওই ব্লক এলাকার উৎপাদিত সামগ্রী দিয়ে সম্মান প্রদর্শন করা হয়েছে। একইভাবে বামুটিয়া ব্লকের তরফে উক্ত দুটি ব্লকের জনপ্রতিনিধি এবং আধিকারিকদের বামুটিয়া ব্লক এলাকায় উৎপাদিত বিভিন্ন সামগ্রী দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার হবে এই কর্মসূচির সমাপ্ত।
What's Your Reaction?