প্যান ও আধার লিঙ্ক বাবদ হাজার টাকা আদায়ে প্রতিবাদ বিরোধী দলনেতার

প্রয়োজনে ২০-৫০ টাকায় এই পরিষেবা প্রদানের দাবি অনিমেষ দেববর্মার

Oct 9, 2023 - 00:00
 0  29
প্যান ও আধার লিঙ্ক বাবদ হাজার টাকা আদায়ে প্রতিবাদ বিরোধী দলনেতার
সাংবাদিক সম্মেলনে বিরোধী দলনেতা।ছবি - দ্যা ফ্যাক্ট

দ্যা ফ্যাক্ট অফ ত্রিপুরা:-আধার কার্ড এবং প্যান কার্ডের লিংক করার ক্ষেত্রে ১০০০ টাকা জনগণের কাছ থেকে আদায়ের প্রতিবাদে সোচ্চার হল বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা। রবিবার সাংবাদিক সম্মেলন করে এই অর্থ আদায়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করেন তিনি। দাবি করেন ২০ টাকা থেকে ৫০ টাকা মধ্যে প্রয়োজন বিশেষে এই পরিষেবা বাবদ অর্থ আদায়ের।

                     কিছুদিন পরপর বিভিন্ন নথিপত্রের নামে লাইনে দাঁড়িয়ে নাজেহাল সাধারণ মানুষ। তার মধ্যে প্যান কার্ড এবং আঁধার কার্ড লিঙ্ক করার ক্ষেত্রে সাধারণ জনগণ এক হাজার টাকা নিজের পকেট থেকে দিতে হচ্ছে। যার ফলে চরম আর্থিক হেনস্থার মুখে পড়ছে সাধারণ মানুষ। বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা অভিযোগ করেন যেই পরিবারের পাঁচ জন মানুষের প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করতে হবে সেই পরিবারের ৫০০০ টাকা দিতে হবে। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্যের সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে বলে দাবি করলেন বিরোধী দলনেতা। অনিমেষ দেববর্মা বলেন সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সমস্ত কাজের ক্ষেত্রে আধার কার্ড বাধ্যতামূলক নয়। সেই কারণে যদি প্রয়োজন হয় প্যান কার্ডের সাথে আধার কার্ডের লিংক করার ক্ষেত্রে ন্যূনতম টাকার বিরুদ্ধে এই পরিষেবা জনগণকে প্রদান করার দাবি করলেন লিডার অফ অপজিশন। এদিনের সাংবাদিক সম্মেলনে প্রতিটি সাধারণ মানুষের এই হয়রানির চিত্র জনসমক্ষে তুলে ধরলেন বিরোধী দলনেতা। সরকারের প্রতি আহ্বান রাখেন এই পরিষেবা প্রদানের ক্ষেত্রে অর্থ আদায়ের বিষয়টি সরকার মানবিকতার সাথে বিচার করে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow