কামাল ঘাটে ২৩৪ ভোটার BJP-তে যোগদান, অস্তিত্ব বিপন্ন বামেদের
বামুটিয়া বিধানসভার কামাল ঘাটে CPI(M)-র ঘরে BJP-র থাবা

দ্যা ফ্যাক্ট ব্যুরো:- কামালঘাটে সিপিআই (এম) ঘরের বিজেপির থাবায় ধুয়ে মুছে সাফ হওয়ার পথে সিপিআই (এম)। রবিবার সন্ধ্যায় কামালঘাট বাজারে অনুষ্ঠিত যোগদান সভায় ২৩৪ জন ভোটার সিপিআই(এম) দল ছেড়ে বিজেপি দলের যোগদান করেন।প্রশ্ন চিন্হের মুখে সিপিআই(এম) এর অস্তিত্ব।
বামুটিয়া বিধানসভা এলাকায় প্রতিনিয়ত যোগদান সভা অব্যাহত রয়েছে। দলে দলে দীর্ঘদিনের পুড় খাওয়া সিপিআই(এম) নেতৃত্ব ও কর্মীরা দল ছেড়ে বিজেপি দলে যোগদান করছেন। রবিবার সন্ধ্যায় বিজেপি বামুটিয়া মন্ডল কমিটির উদ্যোগে কামালঘাট বাজারে অনুষ্ঠিত হয় এক যোগদান সভা। এই যোগদান সভাতে কামালঘাট এলাকায় যারা দীর্ঘদিন যাবত সিপিআই(এম) দলের হয়ে কাজ করছিলেন উনারা বিজেপি দলে যোগদান করেন। এই যোগদান সভাতে বলতে গিয়ে মন্ডল সভাপতি বিজু পাল বলেন এদিন যারা সিপিআইএম দল ছেড়ে বিজেপি দলে যোগদান করেছেন তারা পাপ মোচন করে পুণ্যের পথে এগিয়ে গেছেন। তিনি নবাগতদের আহ্বান করেন রাজ্য এবং দেশের উন্নয়নের গতিপথে বিজেপি দলের হয়ে আগামী দিনে কাজ করার জন্য। অন্যদিকে বামুটিয়ার প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস বলেন ২০১৮ তে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর সিপিআইএমের শাসনকালের বিভিন্ন দুর্নীতিগুলো একে একে খুঁজে বার করা হয়েছে। ভুয়া ভাতা, ভুয়া রেশন কার্ড, ভুয়া বিপিএল পরিষেবা থেকে শুরু করে বিভিন্ন দুর্নীতিগুলো সরকার একে একে বন্ধ করতে সক্ষম হয়েছে সরকার। বর্তমান সরকার মানুষের ঘরের নিত্য প্রয়োজনীয় চাহিদাগুলো প্রতিদিন পূরণ করার কাজ করছে। এর পাশাপাশি একটি দুর্নীতি মুক্ত রাজ্য এবং প্রশাসন জনগণকে উপহার দিতেও এই সরকার কাজ করছে বলে দাবি করেন প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস। এদিনের সভাতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসসি মোর্চার রাজ্য কমিটির সাধারণ সম্পাদক সঞ্জিত দাস, বিজেপি বামুটিয়া মন্ডল কমিটির সহ-সভাপতি নিরঞ্জন দাস এবং অন্যান্যরা।
What's Your Reaction?






