জিনজার হোটেলের বাউন্ডারীর ওয়ালে ড্রেনের পাশে হিন্দুদের দেবদেবীর ছবি, ধর্মীয় ভাবাভেগে ব্যাপক আঘাত
সনাতন ধর্মাবলম্বী মানুষদের ধর্মীয় ভাবাবেগ ভূলুণ্ঠিত করল জিনজার, প্রতিবাদের সুর মানুষের গলায়
সুমন মহলানবীশ,দ্যা ফ্যাক্ট:-সনাতন ধর্মাবলম্বী মানুষদের আরাধ্য দেবতাকে চূড়ান্ত অপমান কিভাবে করা যায় তার দৃষ্টান্ত স্থাপন করল টাটা গ্রুপের হোটেল জিনজার কর্তৃপক্ষ। আগরতলার খেজুরবাগান এলাকায় অবস্থিত জিনজার হোটেল কর্তৃপক্ষ বাউন্ডারি ওয়ালের নিচের অংশে ড্রেনের পাশে সনাতন ধর্মের দেব-দেবীর ছবি লাগিয়ে রেখেছেন। অত্যন্ত অপমানজনক ভাবে মানুষের ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়ে জিনজার কর্তৃপক্ষ কি প্রতিষ্ঠা করতে চাইছে সেটাই প্রশ্ন?
বর্তমানে নিজেকে ধর্মীয় নিরপেক্ষ হিসেবে জাহির করতে হলে অনেকেই সনাতন ধর্মাবলম্বী মানুষের ধর্মীয়ভাবেগকে আঘাত দেওয়ার পথ বেছে নিচ্ছেন। সেই পথে হাঁটতে গিয়ে মানুষের ধর্মীয়ভাবাবেগে আঘাত দেওয়ার চূড়ান্ত সীমা উলঙ্ঘন করে চলেছে জিনজার কর্তৃপক্ষ। এই রাজ্যের মাটিতে ব্যবসা করে কোটি কোটি টাকা রোজগার করা জিনজার হোটেল প্রতিদিন প্রতিক্ষণ নিজ হোটেলের বাউন্ডারি ওয়ালে ড্রেনের পাশে হিন্দুদের দেবদেবীর ছবি লাগিয়ে চরম অবমাননা নজির স্থাপন করেছে। ভারতীয় সংবিধান অনুযায়ী কোন মানুষের ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অধিকার কারোর নেই। সনাতন ধর্মাবলম্বী মানুষরা তাঁদের দেবদেবীকে মন্দিরে অথবা পরিস্কার পরিচ্ছন্ন স্বচ্ছ নির্মল জায়গায় রেখে আরাধনা করেন। অথচ টাটা গ্রুপের মতো স্বনামধন্য বাণিজ্যিক প্রতিষ্ঠানের হোটেল জিনজার এই রাজ্যের সনাতন ধর্মাবলম্বী মানুষের ধর্মীয় ভাবেগে চরম আঘাত হানছে। দাবি উঠেছে জিনজার কর্তৃপক্ষের বিরুদ্ধে আইন অনুযায়ী উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার
।
What's Your Reaction?