প্রযুক্তিকে মাঠে ব্যবহার করতে হবে, বামুটিয়ায় কৃষি সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আহ্বান কৃষি মন্ত্রীর

আধুনিক কৃষির সাথে কৃষকদের যুক্ত হওয়ার পরামর্শ মন্ত্রীর

Sep 29, 2023 - 03:30
 0  53
প্রযুক্তিকে মাঠে ব্যবহার করতে হবে, বামুটিয়ায় কৃষি সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আহ্বান কৃষি মন্ত্রীর
বামুটিয়ায় কৃষি সামগ্রিক এবং যন্ত্রাংশ বিতরণ মন্ত্রীর হাত ধরে। ছবি-নিজস্ব

দ্যা ফ্যাক্ট অফ ত্রিপুরা:-চাষ যোগ্য যত জমি আছে তাতে কিছু না কিছু করতে হবে। জমি ফেলে রাখা যাবে না। চাষযোগ্য জমির সল্পতা থাকায় সমস্ত জমিকে সঠিকভাবে কাজে লাগিয়ে রাজ্যকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে। বামুটিয়া কৃষি মহকুমার উদ্যোগে দুর্গাবাড়িতে বিভিন্ন কৃষিসামগ্রী বিতরণ অনুষ্ঠানে এই আহবান করলেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ।

                     গোটা বামুটিয়া এলাকা কৃষির জন্য অত্যন্ত সমৃদ্ধ। ধান, দুধ এবং সবজি উৎপাদনে এলাকার কৃষকদের একচেটিয়া আধিপত্য রয়েছে। এই অঞ্চলের চাষীরা প্রযুক্তিগত সহযোগিতার মাধ্যমে আরো সহজ এবং সরল ভাবে চাষবাস করতে পারে তার জন্যই কৃষি দপ্তরের উদ্যোগে এই সামগ্রী বিতরণের করা হয়েছে। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত থেকে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ আহবান করেন কৃষি কাজে নতুন প্রযুক্তির ব্যবহার করতে হবে। পরম্পরা গত ভাবে যে চাষ প্রক্রিয়া চলে আসছিল সেই জায়গা থেকে সরে এসে আধুনিক কৃষিবিজ্ঞানকে মাঠে প্রয়োগ করতে হবে। মন্ত্রী কৃষকদের আহ্ববান করেন কৃষি দপ্তরের আধিকারিকদের সাথে পরামর্শ করে নিজেদের জমিতে পর্যাপ্ত ফসল ফলিয়ে অধিক মুনাফা ঘরে নেওয়ার জন্য। সরকার সমস্ত কৃষকদের সহযোগিতায় এগিয়ে আসার প্রতিশ্রুতি দিলেন মন্ত্রী। এদিন দপ্তরের উদ্যোগে বিভিন্ন স্ব-সহায়ক দল এবং ফেডারেশনকে দেওয়া হয়েছে ট্রাক্টর ১টি, মিনি ট্রাক্টর ৪ টি, ধানের চারা রোপনের মেশিন ১টি, ধান কাটার মেশিন ১ টি, ধান ঝাড়াইয়ে মেশিন ১ টি। ব্যক্তিগতভাবে কৃষকদের দেওয়া হয়েছে ওয়াটার পাম্প ৪ টি, পেডি উইডার ১০ টি এবং স্প্রে মেশিন ৩০৮ টি। এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি দপ্তরের সহ অধিকর্তা ডঃ উত্তম সাহা, বামুটিয়া কৃষি মহকুমার সুপারেনটেন রাজু রবিদাস, প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস এবং অন্যান্যরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow