বাংলাদেশে সংখ্যালঘুদের আক্রমণ, প্রতিবাদে আগরতলায় মিছিল, কাঠগড়ায় ডঃ ইউনুস
বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের উপর যে আক্রমণ সংঘটিত হচ্ছে তার প্রতিবাদে আগরতলায় "বাংলাদেশ চল" শীর্ষক এক আন্দোলন কর্মসূচি সম্পন্ন হয়েছে আজ। সমালোচনা করা হয়েছে ডঃ ইউনুস সরকারের।
দ্যা ফ্যাক্ট :- বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণের প্রতিবাদে ও চিন্ময় প্রভুকে নিঃসত্ত্বে মুক্তির দাবিতে আগরতলায় বাংলাদেশ অভিযানের ডাক দেওয়া হয়। অনুষ্ঠিত হয়েছে মিছিল ও সভা। লক্ষীনারায়ণ বাড়ি রোড এলাকায় এই মিছিল আটকে দিয়েছে পুলিশ। এখানেই হয়েছে সভা। দাবি করা হয়েছে মুহাম্মদ ডঃ ইউনুসের সরকার বিনা শর্তে মুক্তি দিতে হবে চিনময় প্রভুকে।
বাংলাদেশে ডঃ মুহাম্মদ ইউনুস দায়িত্বভার গ্রহণ করার পর সংখ্যালঘু সম্প্রদায় মানুষের ওপর ব্যাপক নির্যাতন বৃদ্ধি পেয়েছে। হিন্দুদের মন্দির ভাঙ্গা, বাড়ি ঘরে ঢুকে মারধোর, সম্পদ ধ্বংস, সহ খুন এবং ধর্ষণ লেগেই রয়েছে। সম্প্রতি বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের আন্দোলনের প্রধান মুখ চিনময় প্রভুকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে বাংলাদেশে ভারতের জাতীয় পতাকা (National flag) অবমাননা করা হয়েছে। তারপর থেকেই ভারতের বিভিন্ন রাজ্যে বাংলাদেশের বিরুদ্ধে শুরু হয়েছে আন্দোলন। মঙ্গলবার আগরতলায় "বাংলাদেশ অভিযান" শীর্ষক এক মিছিল সংঘটিত করা হয়েছে। লক্ষ্মীনারায়ণ বাড়ি রোড এলাকায় গোটা মিছিল আটকে দিয়েছে পুলিশ। এখানেঈ রাজপথে দাঁড়িয়ে দাবি করা হয়েছে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর এই স্বৈরাচারী আক্রমণ বন্ধ করতে মোঃ ডঃ ইউনুসকে।
এদিন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন বাংলাদেশের এই আক্রমণ গোটা পৃথিবী দেখছে। এই ধরনের ঘটনা সভ্য সমাজ মেনে নেবে না বলে মন্তব্য করলেন তিনি। পাশাপাশি চিন্ময় প্রভুকে বিনা শর্তে মুক্তি দেওয়ারও দাবি করলেন প্রতিমা ভৌমিক।
What's Your Reaction?