BSF-র হাতে আত্মসমর্পণ করল NLFT-র ( বিশ্বমোহন) দুই সন্ত্রাসবাদি
বিচ্ছিন্নতাবাদীর জীবন ছেড়ে মূল স্রোতে ফিরল দুই সন্ত্রাসবাদী

দ্যা ফ্যাক্ট:-রাজ্যে নিষিদ্ধ ঘোষিত এন এল এফটি বৈরী গোষ্ঠীর দুই সদস্য আত্মসমর্পণ করল সীমান্তরক্ষী বাহিনীর কাছে। শনিবার ছামুনু এলাকার আরসি নাথ এলাকায় বৈরী গোষ্ঠীর দুই সদস্য আত্মসমর্পণ করে। আত্মসমর্পণকারী সন্ত্রাসবাদীদের নাম প্রহর জয় ত্রিপুরা এবং দেবজয় ত্রিপুরা। তাঁদের বাড়ি থালছেড়া গ্রামে।
দুজনে প্রায় এক বছর আগে নিষিদ্ধ ঘোষিত এন এল এফটি (বিশ্বমোহন) সন্ত্রাসবাদি গোষ্ঠীতে যোগ দিয়েছিল। সম্প্রতিক কালে রাজ্যে বেশ কিছু এনএলএফটি বৈরী সংগঠনের সদস্যরা আত্মসমর্পণ করেছে। আবার অনেকেই গ্রেফতার হয়েছে। শনিবার সীমান্ত রক্ষী বাহিনীর আধিকারিকরা আত্মসমর্পণ কারী বৈরীদের স্বাভাবিক জীবনে স্বাগত জানান। এনএলএফটি সন্ত্রাসবাদী সংগঠনের মুখিয়া শচীন দেববর্মা পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পর এই সন্ত্রাসবাদি গোষ্ঠীর সদস্যরা গ্রেপ্তার এবং আত্মসমর্পণকে কেন্দ্র করে এটা স্পষ্ট হয়ে গেছে মুখিয়াবিহীন এই সন্ত্রাস বাদীরা এখন দিশেহারা।
What's Your Reaction?






