দ্যা ফ্যাক্ট :-বিগত ১০ বছর যাবত লেম্বুছড়ার ইকোপার্ক মানুষের ব্যবহারের অযোগ্য হয়ে আছে। যদিও এই পার্কটিকে মানুষের জন্য অত্যন্ত যত্ন সহকারে তৈরি করা হলেও সাধারণ মানুষ তার সৌন্দর্য উপভোগ করতে পারেনি কোনদিন। দুই সরকারের জমানায় দুবার উদ্বোধন হয়েছে। কিন্ত পরিণতি গোচারণ ভূমি। দাবি উঠেছে এই পার্কটিকে মানুষের ব্যবহারের যোগ্য করতে সদর্থক ভূমিকা নিক সরকার।
দীর্ঘ বাম আমলে বামুটিয়া বিধানসভা এলাকার লেম্বুছড়া বাজার সংলগ্ন স্থানে ইকোপার্ক নির্মাণ করা হয়েছিল। মন্ত্রীর হাত ধরে এই পার্ক উদ্বোধন করানো হয়েছিল তৎকালীন সময়ে। কিন্ত অনিবার্য কারণে রক্ষণাবেক্ষণের অভাব, পরিচালনায় গলদ দপ্তর ও সরকারের চরম গাফিলতিতে এই পার্ক জঙ্গলে পরিণত হয়েছে। জনগণের অর্থে নির্মিত এই পার্কটি বামা আমল থেকেই গোচরণভূমিতে পরিণত হয়। ২০১৮ সালে সরকার বদল হওয়ার পর পুনরায় এই পার্কের উদ্বোধন করা হয়। যতটা যত্ন সহকারে এই পার্কের উদ্বোধন দুবার হয়ে গেছে ঠিক তার পরেই তার ভিন্নরূপ দেখা গেল। একেবারে অযত্ন, রক্ষণাবেক্ষণের অভাব, পরিচালনার নীতি হীনতা এবং দপ্তরের দিশাহীন ভূমিকায় লাটে উঠেছে ইকোপার্ক নির্মাণের উদ্দেশ্য। বর্তমানে সমাজ দ্রোহিদের কুকর্ম ,গাভীর বিচরণ এবং আগাছায় ভিড় জমিয়েছে এই ইকো পার্কে। আগরতলা খোয়াই জাতীয় সড়কের পাশে নির্মিত এই ইকোপার্ক পুনরায় সরকার চালু করার দাবী জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ। স্থানীয়দের দাবি সরকার এই পার্ক পরিচালনা করতে ব্যর্থ হলে এলাকার স্বসহায়ক দল অথবা বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ব্যবহার করে এই পার্ক পুনরায় মানুষের জন্য উন্মুক্ত করার।