দোকান বাকি চাইতেই মালিকের সহযোগীর উপর হামলে পড়ল খদ্দের

বামুটিয়ার সবুজ সংঘে মিষ্টির দোকানে আক্রমণ চালায় এক দুষ্কৃতী। দোকান মালিক উনার কাছে পাওনা টাকা চাইতেই গোঁসা করলেন খদ্দের গৌতম রায়। এতে দোকানে ভাঙচুরের পাশাপাশি দোকান মালিকের সহযোগীকে আক্রমণ করার অভিযোগ গৌতম রায়ের বিরুদ্ধে।

Jan 22, 2026 - 00:07
 0  33
দোকান বাকি চাইতেই মালিকের সহযোগীর উপর হামলে পড়ল খদ্দের
সবুজ সংঘে মিষ্টির দোকানে আক্রমণ চালায় দুষ্কৃতি। ছবি:- নিজস্ব

দ্যা ফ্যাক্ট :-মিষ্টির দোকানের বাকির টাকা চাইতেই দোকানের হামলা করল এক খদ্দের। আহত হয়েছেন দোকানের সহযোগী গৌরাঙ্গ দেব। অভিযুক্ত গৌতম রায় আক্রমণের পর ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। ঘটনা এয়ারপোর্ট থানার অন্তর্গত সবুজ সংঘ এলাকায়। 

          বুধবার সন্ধ্যায় সবুজ সংঘ এলাকায় রকেট দাসের মিষ্টির দোকানে আসেন খদ্দের গৌতম রায়। উনার কাছে দোকান মালিক পূর্বের বকেয়া ১০০ টাকা দেওয়ার জন্য বলেন। এতেই ক্ষেপে যান তিনি। দোকান মালিককে অশালীন ভাষায় গালিগালাজ করেন। লাথি দিয়ে ফেলে দিয়েছেন সাইনবোর্ড। দোকানের সহযোগী গৌরাঙ্গ দেব এর প্রতিবাদ করায় উনাকে শারীরিকভাবে আক্রমণ করার অভিযোগ গৌতম রায়ের বিরুদ্ধে। উনাকে আক্রমণ করার পর পালিয়ে যায় গৌতম। ঘটনার খবর পেয়ে ছুটে আসে এয়ারপোর্ট থানার পুলিশ। অন্যদিকে আহত গৌরাঙ্গ দেবকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow