গণনার প্রস্তুতি চূড়ান্ত,উমাকান্ত স্কুলে কাউন্টিং হল পরিদর্শন করেন রিটার্নিং অফিসার
ভোট গণনাকে কেন্দ্র করে নিরাপত্তা এবং ভিন্ন প্রস্তুতি সরজমিনে খতিয়ে দেখলেন রিটার্নিং অফিসার।
দ্যা ফ্যাক্ট:- আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে উমাকান্ত স্কুলে কাউন্টিং হলের প্রস্তুতি পরিদর্শন করলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের রিটারনিং অফিসার ডঃ বিশাল কুমার। শনিবার বিকেলে তিনি গোটা কাউন্টিং হল ঘুরে দেখেন। কথা বলেছেন নিরাপত্তা কর্মীদের সাথে।
আগামী ৪ তারিখ উমাকান্ত স্কুলে অনুষ্ঠিত হবে ভোট গণনা। পশ্চিম জেলার সমস্ত ইভিএম রাখা হয়েছে উমাকান্ত স্কুলের স্ট্রংরুমে। এখানেই হবে গননা। ইতিমধ্যেই কাউন্টিং হল নির্মাণে কাজ প্রায় শেষের পথে। সিসি ক্যামেরা, নিরাপত্তা কর্মীদের প্রস্তুতি এবং অন্যান্য বিষয় খতিয়ে দেখলেন রিটার্নিং অফিসার ডঃ বিশাল কুমার। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন গোটা প্রস্তুতির বিষয় খতিয়ে দেখার পাশাপাশি গণনা সাথে জড়িত কর্মচারীদের ইতিমধ্যে সমস্ত মহাকুমাতে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। রাজনৈতিক দলের যে সমস্ত প্রতিনিধিরা কাউন্টিং উপস্থিত থাকবে তাঁদের সাথেও কথা হয়েছে। বলা যায় গণনাকে কেন্দ্র করে সমস্ত ধরনের প্রস্তুতি একেবারেই চূড়ান্ত পর্যায়ে। তবে গণনার পূর্বে এবং গণনার পর বিভিন্ন অঞ্চল বিশেষে নিরাপত্তা জনিত বিষয়গুলো সুনিশ্চিত করার ক্ষেত্রেও উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে এদিন জানিয়েছেন জেলাশাসক তথা রিটার্নিং অফিসার ডঃ বিশাল কুমার
।
What's Your Reaction?