জুভেনাইল হুমে সাজাপ্রাপ্ত অপরাধীদের আক্রমণে আহত দুই আরক্ষা কর্মী
জুভেনাইল হুমে রক্তাক্ত দুইয়া আরক্ষা কর্মী
দ্যা ফ্যাক্ট :- জুবিনাইল হুমে উশৃংখল সাজা প্রাপ্ত অপরাধীদের নিয়ন্ত্রণ করতে গিয়ে আক্রমণের শিকার এয়ারপোর্ট থানার দুই আরক্ষা কর্মী। ঘটনা শনিবার গভীর রাতে। জানা গেছে সাজাপ্রাপ্ত অপরাধীদের গন্ডগোল নিয়ন্ত্রণের জন্য এয়ারপোর্ট থানা থেকে দুই রক্ষা কর্মী সেখানে গিয়ে অপরাধীদের সঙ্ঘবদ্ধ আক্রমণের মুখে পড়ে। রক্তাক্ত হয়েছেন রক্ষা কর্মীরা। শৌচালয়ে ঢুকে আক্রমণকারীদের হাত থেকে প্রাণ বাঁচালো আরক্ষা কর্মীরা।
শনিবার গভীর রাতে নড়সিংগড়ে জুবিনাইল হোমে সাজাপ্রাপ্ত অপরাধীদের মধ্যে গন্ডগোল বাঁধে। ঘটনাস্থলে পৌঁছায় এয়ারপোর্ট থানার এক পুলিশ কনস্টেবল ও একজন টিএসআর কর্মী। সেখানে যাওয়ার পর পরিস্থিতির নিয়ন্ত্রণে আনতে ভেতরে প্রবেশ করেন রক্ষা কর্মীরা। তখন জুবিনাইল হুমের নিরাপত্তা কর্মীরা বাইরে থেকে গেট বন্ধ করে দেয়। তখনই সাজাপাত্র ৪ অপরাধী ২ আরক্ষা কর্মীর উপর দলগতভাবে প্রাণঘাতী হামলা চালায়। রক্তাক্ত হয়েছেন আরক্ষা কর্মীরা। একসময় সৌচালয়ে পালিয়ে গিয়ে প্রাণে বাঁচে দুই আরক্ষা কর্মী। ধারণা করা হচ্ছে জুবীনাইল হোম থেকে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যেই এই আক্রমণ সংঘটিত করেছিল খুনের দায়ে সজাপ্রাপ্ত শিশু অপরাধীরা।
What's Your Reaction?