বিলোনিয়ায় রেল স্টেশনে রেল পুলিশের থানার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী
রেল যাত্রীদের নিরাপত্তা অনুষ্ঠিত করতে এই থানা সহায়ক হবে: মুখ্যমন্ত্রী
দ্যা ফ্যাক্ট অফ ত্রিপুরা:-বিলোনিয়া রেলস্টেশনে সরকারি রেল পুলিশের থানার উদ্বোধন হয় মঙ্গলবার। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ফলক উন্মোচনের মধ্য দিয়ে নবনির্মিত এই থানার উদ্বোধন করেন। থানার উদ্বোধন করে মুখ্যমন্ত্রী আশা ব্যক্ত করেন রেল যাত্রীদের নিরাপত্তা প্রদানে এই সরকারি রেল পুলিশের থানা অত্যন্ত সহায়ক হবে। রেলের যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই দপ্তর বিশেষ করে বড় স্টেশনগুলোতে রেল পুলিশের থানা স্থাপন করে থাকে। রেলের মাধ্যমে পাচার বাণিজ্য, অবৈধ অনুপ্রবেশকারীরা যাতায়াত এবং বিভিন্ন অসামাজিক কাজ রেলের মধ্যে করা থেকে রুখতে সক্ষম হয় জিআরপিএস। এদিন সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে এই থানার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। উদ্বোধনী পড়বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শরিক দলের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সমেত অন্যান্য জনপ্রতিনিধি ও দপ্তরের আধিকারিকরা।
What's Your Reaction?