আগমনী উৎসবে ক্ষুদে শিল্পীরা মন কাড়ল দর্শকদের

আগমনী উৎসবে ক্ষুদে শিল্পীরা মন কাড়ল দর্শকদের

Oct 15, 2023 - 03:01
 0  15
আগমনী উৎসবে ক্ষুদে শিল্পীরা মন কাড়ল দর্শকদের
আগমনী উৎসবে মঞ্চ দখল নিলো শিশু শিল্পীরা। ছবি-সুমন মহলানবীশ

দ্যা ফ্যাক্ট অফ ত্রিপুরা:-কাঠিয়া বাবা চেরিটেবল সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত হলো আগমনী উৎসব। সিমনা বিধানসভার পঞ্চটি বাজারে মৈত্রী কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় এই উৎসব। শনিবার তাঁর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি হরিদুলাল আচার্জী। প্রদীপ প্রদানের মধ্য দিয়ে হয় উদ্বোধনী পর্ব। কাতলামারা, পঞ্চবটি, ঈশানপুর, ব্রহ্ম কুণ্ড সমেত বিভিন্ন এলাকা থেকে আগত কচিকাঁচা এবং শিল্পীরা বিভিন্ন অনুষ্ঠান পরিবেশন করে আগমনী পর্বকে কেন্দ্র করে। বিশেষ করে ক্ষুদে শিল্পীদের বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড দর্শকদের দারুন প্রভাবিত করেছে। এই অনুষ্ঠানে উদ্বোধকের ভাষণে জেলা সভাধিপতি পরিদুলাল আচার্জী আহবান করেন এই ধরনের অনুষ্ঠান প্রতিটি এলাকাতে করার উদ্যোগ গ্রহণের। যার মধ্য দিয়ে সুস্থ সাংস্কৃতিক চর্চায় সমৃদ্ধ হবে সংস্কৃতি, সমৃদ্ধ হবে নতুন প্রজন্মের চিন্তা চেতনা। এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনওয়াইকের স্টেট কোডিনেটর জবা চক্রবর্তী, বিশিষ্ট ব্যক্তিত্ব মদন সাহা এবং অন্যান্যরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow