অন্তিম মুহূর্তে সামাজিক মাধ্যমে এসে সঠিক জায়গায় ভোট প্রদানের আহ্বান প্রদ্যুতের
সঠিক সময়ে সঠিক দলকে ভোট দিয়ে নির্বাচন করা প্রয়োজন: প্রদ্যুৎ
দ্যা ফ্যাক্ট:- লোকসভা নির্বাচনের পশ্চিম আসনের বিজেপি মনোনীত প্রার্থীর জন্য অন্তিম মুহূর্তে জনগণের কাছে ভোট চাইলেন প্রদ্যুৎ বিক্রম মানিক্য দেববর্মা। সামাজিক মাধ্যমে এসে অত্যন্ত সুচিন্তিত ভাবে শুক্রবার ভোট প্রদান করার জন্য জনগণের প্রতি আহবান করলেন তিনি।
বৃহস্পতিবার রাতে জনগণের উদ্দেশ্যে সামাজিক মাধ্যমে বার্তা দিলেন তিপ্রা মথা দলের প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ বিক্রম মানিক্য দেববর্মা। তিনি বলেন রাজ্যের উপজাতি অংশের মানুষের অধিকার রক্ষায়, সাংবিধানিক অধিকার প্রদানে এবং বিভিন্ন ইস্যুতে একমাত্র কেন্দ্রীয় সরকার সহযোগিতা করতে পারে। তিনি কোন দলের নাম না করে বলেন বিগত ২৫ বছর একটি রাজনৈতিক দল ত্রিপুরা উপজাতিদের জন্য কিছুই করেনি। এই অবস্থায় সঠিক সময়ে সঠিক রাজনৈতিক দলকে ভোট দিয়ে নির্বাচিত করা অত্যন্ত প্রয়োজন বলে মন্তব্য করলেন প্রদ্যুৎ বিক্রম মানিক্য দেববর্মা।
What's Your Reaction?