মোহনপুরে হবে ইকো ট্যুরিজম পার্ক, জমি পরিদর্শন করলেন মন্ত্রী
মোহনপুর ব্লকের অন্তর্গত মোহিনীপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ইকো ট্যুরিজম পার্ক তৈরি করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বুধবার এই এলাকায় জমি পরিদর্শন করেছেন মন্ত্রী এবং আধিকারিকরা।

দ্যা ফ্যাক্ট :- মোহনপুরে মাটিতে হতে যাচ্ছে ইকো ট্যুরিজম পার্ক। বুধবার এই প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে হয়েছে জমি পরিদর্শন। পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ সহ দপ্তরের অন্যান্য আধিকারিকরা মোহিনীপুর এলাকায় জমি পরিদর্শন করেছেন। আগামী কয়েকদিনের মধ্যেই এই এলাকায় কাজ শুরু হবে বলে জানা গেছে।
মোহনপুর বিধানসভা এলাকাতে আরো একটি নতুন প্রকল্প বাস্তবায়ন হতে যাচ্ছে। বিশেষ করে ২০১৮ সালের পর থেকে মোহনপুর বিধানসভা এলাকাতে একের পর এক বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন হয়েছে। এবার পর্যটন ক্ষেত্রে পা রাখতে চলেছে মোহনপুর। জানা গেছে মোহিনীপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ইকো ট্যুরিজম পার্ক নির্মাণ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যেই প্রথম পর্যায়ের কাজ শুরু হয়ে গেছে। এলাকার বিধায়ক তথা মন্ত্রী রতন লাল নাথ পর্যটন মন্ত্রীকে সাথে নিয়ে জমি পরিদর্শন করলেন। পর্যটন দপ্তরের সচিব, মোহনপুর মহকুমা শাসক সুভাষ দত্ত উপস্থিত থেকে জমি সংক্রান্ত বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। আগামী কিছুদিনের মধ্যেই এই এলাকাতে জমি সংক্রান্ত কাজ শুরু হতে যাচ্ছে। অতি সত্বর নির্মাণ কাজ শুরু করার ওপর গুরুত্ব দিয়েছেন মন্ত্রী রতন লাল নাথ। কারণ মন্ত্রী চাইছেন নিজ নির্বাচনী এলাকাতে বিভিন্ন উন্নয়নমূলক কাজের পাশাপাশি বিনোদনের বিষয়টিও সুনিশ্চিত করা হোক জনগণের জন্য।
What's Your Reaction?






