IllegalGambling// দুর্গা বাড়ির চা বাগানে বৈশাখী মেলাকে ঘিরে জোয়ার আসর থেকে ৪ অভিযুক্ত আটক

এয়ারপোর্ট থানার অন্তর্গত দূর্গাবাড়ী চা বাগান এলাকায় বৈশাখী মেলাকে কেন্দ্র করে গত মঙ্গলবার থেকে শুরু হয়েছে মেলা। এই মেলাকে কেন্দ্র করে পার্শ্ববর্তী এলাকায় বসে জুয়ার আসর।

Apr 17, 2025 - 22:06
Apr 17, 2025 - 23:03
 0  21
IllegalGambling// দুর্গা বাড়ির চা বাগানে বৈশাখী মেলাকে ঘিরে জোয়ার আসর থেকে ৪ অভিযুক্ত আটক
দুর্গা বাড়ির চা বাগানে বৈশাখী মেলাকে কেন্দ্র করে জুয়া খেলার সাথে জড়িত ৪ অভিযুক্ত আটক।ছবি:- নিজস্ব

দ্যা ফ্যাক্ট :- দুর্গা বাড়ির চা বাগান এলাকায় বৈশাখী মেলাকে কেন্দ্র করে বসেছিল জুয়া খেলার আসর। এই বিষয়ে সংবাদ সম্প্রচারের পর নড়েচড়ে বসে মেলা কমিটি। পাশাপাশি বৃহস্পতিবার পুলিশ দ্বিতীয় দফায় জোয়ার আসরে অভিযান চালায়। আটক করা হয়েছে চার অভিযুক্তকে।

               নববর্ষের প্রথম দিন থেকেই শুরু হয়েছে এই মেলা। তার সাথে পাল্লা দিয়ে চলছিল জুয়া খেলার আসর। প্রথম দিন তিন উপযুক্ত আটক করেছিল পুলিশ। এরপরও জুয়া খেলা জারি থাকায় সংবাদ সম্প্রচার হয়। বৃহস্পতিবার পুনরায় জুয়া খেলার আসরে হানা দিয়ে চার অভিযুক্তকে জালে তুলতে সক্ষম হয়েছে পুলিশ। এয়ারপোর্ট থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক আইপিএস প্রভেশনাল সুধীর কুমার মেলা কমিটির প্রতি আহ্বান রাখেন এলাকাতে যাতে কোন ধরনের জুয়া খেলার আসর না বসে। অন্যদিকে মেলা কমিটির কোষাধ্যক্ষ রাজীব দেব জানান মেলাকে কেন্দ্র করে কোন ধরনের জুয়া খেলার আসর প্রশ্রয় দেওয়া হবে না। পাশাপাশি বৃহস্পতিবার পুলিশের জুয়া বিরোধী অভিযানে কমিটির তরফে সার্বিক সহযোগিতা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow