বেড়ীমুড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বেদখল জমি পুনরুদ্ধার না করে নয়া ভবন উদ্বোধনের পরিকল্পনা

বেড়ীমুড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বহু জমি বেদখল হয়ে রয়েছে। বাম সরকারের সময়ে শিক্ষা দপ্তরের দুর্বলতা এবং স্থানীয় নেতৃত্বের স্বজনপোষণের কারণে বিদ্যালয়ের জমি বেদখল হয়েছিল। এই বেদখলকৃত জমি পুনরুদ্ধার না করে বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী।

Jan 5, 2026 - 21:53
 0  83
বেড়ীমুড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বেদখল জমি পুনরুদ্ধার না করে নয়া ভবন উদ্বোধনের পরিকল্পনা
বেড়ীমুড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন হতে যাচ্ছে আগামী ১৭ই জানুয়ারি। ছবি:- নিজস্ব

দ্যা ফ্যাক্ট :- বিদ্যালয়ের জমি বাউন্ডারির বাইরে রেখে রাজ্যের অন্যান্য বিদ্যালয়ে পাশাপাশি আগামী ১৭ই জানুয়ারি বামুটিয়ার বেড়ীমুড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন হতে যাচ্ছে। বিদ্যাজ্যোতি প্রকল্পে নির্মাণ করা হয়েছে নতুন পাকা বাড়ি। মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাত ধরে এই বিদ্যালয়ের নতুন পাকা বাড়ির উদ্বোধন হবার সম্ভাবনা রয়েছে।

                          অত্যন্ত প্রাচীন এবং খ্যাত বেড়ীমুড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। বাম আমলে এই বিদ্যালয়ে বাউন্ডারি ওয়াল নির্মাণ করা হয়েছিল। এই বাউন্ডারি ওয়াল নির্মাণ করার সময় পরিকল্পিতভাবে বিদ্যালয়ের নিজস্ব জমি বাউন্ডারির বাইরে ছেড়ে দেওয়া হয়। বিদ্যালয়ের পশ্চিম সীমানায় প্রায় এক কানি জমি বাউন্ডারির বাইরে ছেড়ে দেওয়া হয়েছিল। এই বিষয়ে তৎকালীন সময়ে বিদ্যালয়ের শিক্ষার্থী এবং সচেতন মানুষরা প্রতিবাদে সরব হয়েছিল। কিন্তু স্থানীয় বাম নেতৃত্বের রক্ত চক্ষুর সামনে এই প্রতিবাদ বেশিক্ষণ টিকে থাকতে পারেনি। যতদূর খবর পাওয়া গেছে একটি পরিবারকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য কয়েক লক্ষ টাকার বিনিময়ে সরকারি জমি পরিকল্পিতভাবে বাউন্ডারির বাইরে ছেড়ে দেওয়া হয়। যার ফলে বেড়ীমুড়ি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কাগজে পত্রের জমির পরিমাণের সাথে প্রকৃত জমির কোন মিল নেই। নতুন সরকার গঠন হবার পর এই বিষয়টি নিয়ে পুনরায় আলোচনা শুরু হয়। কিন্তু বামুটিয়া এলাকার বর্তমান শাসক দলীয় নেতৃত্বের চরম দুর্বলতা এবং ব্যর্থতার ফলে বিদ্যালয়ের এই জমি পুনরুদ্ধার এখনো সম্ভব হয়নি। পাশাপাশি শিক্ষা দপ্তরের চরম গাফিলতি এবং খামখেয়ালির ফলেও বিদ্যালয়ের জমি বর্তমানে বেদখল হয়ে রয়েছে।

এদিকে বিদ্যালয়ের নতুন পাকা ভবন নির্মাণ করার পাশাপাশি নতুন বাউন্ডারি নির্মাণ করা হবে। যার ফলে বিদ্যালয় প্রাঙ্গণে খেলার মাঠ অত্যন্ত ছোট হয়ে গেছে। এই এলাকার বৃহৎ অংশের ছেলেমেয়েরা এই মাঠে খেলাধুলা করে অত্যন্ত সুনাম অর্জন করেছে। বিশেষ করে ক্রিকেট খেলার এবং চর্চা এই মাঠকে নির্ভর করেই এলাকাতে সমৃদ্ধ হয়েছে। এলাকার খেলাধুলার পরিবেশ বাঁচিয়ে রাখতে বিদ্যালয়ের জমি পুনরুদ্ধারের দাবি উঠেছে স্থানীয় মহল থেকে। দাবি মুখ্যমন্ত্রী এই বিদ্যালয়ের পাকা ভবন উদ্বোধন করতে আসার আগেই বিদ্যালয়ের জমি পুনরুদ্ধারের নির্দেশ প্রদান করুক আধিকারিকদের। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow