DYFI ও TYF-র উদ্যোগে রক্তদান শিবিরে স্বাস্থ্য পরিষেবা নিয়ে সমালোচনা করলেন প্রাক্তন CM
DYFI ও TYF এর যৌথ উদ্যোগে বামুটিয়ার কালীবাজারে অনুষ্ঠিত হয়েছে স্বেচ্ছায় রক্তদান শিবির। এই শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, বিধায়ক নয়ন সরকার সহ অন্যান্যরা।

দ্যা ফ্যাক্ট :- "রাজ্যে নিয়োগ হচ্ছে না চিকিৎসক ও নার্স। স্বাস্থ্য পরিষেবার করুন দশা। সরকারের কোন হেলদোল নেই"। রবিবার বামুটিয়ায় বামপন্থী দুটি যুব সংগঠনের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরে এইভাবেই সরকারকে আক্রমণ করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।
দুটি বামপন্থী যুব সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। সূচনা পর্বে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এদিন রক্ত দাতাদের সাথে কথা বলার পাশাপাশি রক্তদানে অন্যান্য যুবক-যুবতীদের এগিয়ে আসার আহ্বান করেছেন তিনি। পাশাপাশি বামুটিয়ার বিধায়ক নয়ন সরকারকে পরামর্শ দিয়েছেন আগামী তিন মাস পর এই ধরনের আরো একটি রক্তদান শিবিরের পাশাপাশি মরনোত্তর দেহ দান এবং চক্ষুদান শিবির করার জন্য। দুটি যুব সংগঠনের এই ধরনের আয়োজনকে অত্যন্ত ভালো উদ্যোগ বলে প্রশংসা করলেন শ্রী সরকার। অন্যদিকে রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে কেন্দ্র করে সরকারকে বিঁধলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। বলেন রাজ্যে মেডিকেল কলেজ রয়েছে, পর্যাপ্ত চিকিৎসক রয়েছে, নার্সিং কলেজ রয়েছে, পর্যাপ্ত নার্স রয়েছে। কিন্তু সরকার নিয়মিত নিয়োগ করছেনা। ফলে হাসপাতাল গুলোতে চরম কর্মীসল্পতা রয়েছে। অন্যদিকে বিদ্যা জ্যোতি স্কুলগুলোতে শিক্ষক-স্বল্পতা এবং পরিকাঠামোর অভাব শিক্ষার্থীদের সমস্যার মুখে ফেলছে বলেও অভিযোগ মানিক সরকারের। সরকারের প্রতি উনার আহবান বিদ্যা জ্যোতি স্কুল গুলোতে সঠিক পরিকাঠামো তৈরীর মাধ্যমে পড়াশোনার উপযুক্ত পরিবেশ তৈরি করা হোক।
What's Your Reaction?






