বামুটিয়ার পূর্ব বামুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় সূচনা হলো নবনির্মিত CC রোডের‌

১৬ লক্ষ ৩৪ হাজার টাকা ব্যয় করে পূর্ব বামুটিরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় নির্মাণ করা হয়েছে সিসি রোড। মন্ডল সভাপতি এবং পঞ্চায়েত প্রধানের হাত ধরে সূচনা হলো নবনির্মিত রাস্তার।

Mar 15, 2025 - 23:27
Mar 15, 2025 - 23:29
 0  15
বামুটিয়ার পূর্ব বামুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় সূচনা হলো নবনির্মিত CC রোডের‌
পূর্ব বামুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় সূচনা হলো নবনির্মিত পাকা রাস্তার। ছবি:- নিজস্ব

দ্যা ফ্যাক্ট :- সম্প্রতি নবনির্মিত সিসি রোডের উদ্বোধন হলো শনিবার। বামুটিয়া আরডি ব্লকের অন্তর্গত পূর্ব বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের দুই এবং তিন নং ওয়ার্ডের জনগণের যাতায়াতের জন্য নির্মাণ করা হয়েছে এই সিসি রোড। বামুটিয়ার মন্ডল সভাপতি শিবেন্দ্র দাস, পূর্ব বামুটিয়া গ্রাম পঞ্চায়েত প্রধান নিখিলেশ দত্তের হাত ধরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে এই সিসি রোডের। প্রায় ১৬ লক্ষ ৩৪ হাজার টাকা ব্যয় করে নির্মাণ করা হয়েছে এই রাস্তা। এটি খুব জনবহুল এলাকা এমনটা নয়। কিন্তু বিশেষ করে বর্ষা মৌসুমে এই এলাকার মানুষদের যাতায়াতের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হয়। এই সমস্যা থেকে স্থানীয়দের উত্তরনের জন্য নতুন ভাবে রাস্তা নির্মাণ করা হয়েছে। এই এলাকার মানুষদের যাতায়াতের এই সমস্যাটি সমাধান করায় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয়রা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow