মোহনপুর বিধানসভায় বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন, উদ্বোধন ও শিলান্যাস করলেন মন্ত্রী

গোটা মোহনপুর বিধানসভা জুড়ে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি সুবিধাভোগীদের হাতে তুলছ দেওয়া হয় সরকারি সুযোগ-সুবিধা।

Mar 14, 2024 - 03:07
 0  50
মোহনপুর বিধানসভায় বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন, উদ্বোধন ও শিলান্যাস করলেন মন্ত্রী
বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের অন্তর্গত মেয়েদের সংবর্ধনা জ্ঞাপন কর্মসূচির সূচনা করলেন মন্ত্রী।ছবি:- নিজস্ব

দ্যা ফ্যাক্ট:-লেফুঙ্গা ব্লক, মোহনপুর ব্লক,মোহনপুর পুর পরিষদ এলাকায় এক গুচ্ছ সরকারি প্রকল্প বাস্তবায়িত হয়েছে বুধবার।এইদিন নতুন প্রকল্পের শিলান্যাস, উদ্বোধন, সুবিধাভোগীদের সরকারি সুযোগ সুবিধা প্রদান কর্মসূচী জারি ছিল দিনভর। মোহনপুরের বিধায়ক তথা মন্ত্রী রতন লাল নাথ সবকটি কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

লেফুঙ্গা এগ্রি সাব ডিভিশনের অধীন লেফুঙ্গা এলাকাতে এলাকার কৃষকদের আরো ভালো পরিষেবা প্রদান করার জন্য কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর তার বিভিন্ন দপ্তরের পরিষেবা শুরু করার উদ্যোগ গ্রহণ করে। বুধবার শিলান্যাস করা হয় এগ্রি ডেভেলপমেন্ট রিসার্চ কাম ট্রেনিং সেন্টার এবং কৃষক বন্ধু কেন্দ্রের। এই শিলান্যাস কর্মসূচিতে উপস্থিত ছিলে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের অধিকর্তা শরদিন্দু দাস, টিটিএএডিসির ইএম রুনিয়াল দেববর্মা সহ অন্যান্যরা।

 অন্যদিকে বিজয়নগর এলাকাতে আনুষ্ঠানিকভাবে সিড প্রসেসিং ইউনিটের উদ্বোধন করেছেন মন্ত্রী রতন লাল নাথ। একই দিনে মোহনপুরে সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে বেটি বাঁচাও বেটি পড়াও এই কর্মসূচির অঙ্গ হিসেবে মেয়েদের বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের জন্য সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এদিন শিক্ষা ক্ষেত্রে, খেলাধুলায়, কর্মক্ষেত্রে, কলা এবং সাংস্কৃতিক ক্ষেত্র সহ মোট ৯ টি বিভাগে পুরস্কৃত করা হয়েছে মেয়ে এবং মহিলাদের।

 অন্যদিকে মোহনপুর কৃষি মহকুমার অন্তর্গত বিভিন্ন সুবিধা উপভোগীদের পাওয়ার টেলার দেওয়া হয়েছে ১ টি, উইডার ১৫ টি, ছাগলের ইউনিট দেওয়া হয়েছে ৯ টি, ম্যানুয়াল উইডার ১০ টি, হর্টি টুলস ৪ টি, ভার্মি বেড ১ টি প্রদান করা হয়েছে সুবিধাভোগীদের।

 অন্যদিকে মোহনপুর আর ডি ব্লকের উদ্যোগে জলের পাম্প ১০ টি, বাদ্যযন্ত্র সেট ৩ টি, সুইং মেশিন ২৪ টি, বাইসাইকেল ৪ টি, ওয়েট মেশিন ১৬ টি প্রদান করার পাশাপাশি বিভিন্ন পেশার মানুষদেরপেশার মানুষদের অনুদান প্রদান করা হয়েছে । 

এছাড়াও মোহনপুর পুর পরিষদ থেকে বিভিন্ন স্বসহায়ক দলকে ঋণ প্রদান করা হয়েছে এই দিন। এদিনের অনুষ্ঠানে বলতে গিয়ে মন্ত্রী রতন লাল নাথ বলেন দেশের প্রধানমন্ত্রী বেটি বাঁচাও বেটি পড়াও এই স্লোগান দিয়ে বসে থাকেনি। মহিলাদের জন্য সংরক্ষণ প্রথা চালু করেছে। বিধানসভা, লোকসভা, রাজ্যসভা সহ বিভিন্ন ক্ষেত্রে এই সংরক্ষণ লাগো হয়েছে। তিনি বলেন দেশের প্রধানমন্ত্রী চাইছে দেশের প্রতিটি মেয়ে সুরক্ষিত ভাবে সুশিক্ষায় গড়ে উঠতে। তার জন্য সরকার সমস্ত ধরনের উদ্যোগ গ্রহণ করেছে। তিনি জনসাধারণের প্রতি আহ্বান রাখেন লিঙ্গ নির্ধারণের মাধ্যমে মেয়ে ভ্রুণ হত্যা নির্মূল করতে মানুষকে মানবিকভাবে এগিয়ে আসতে। পাশাপাশি ছেলেদের মত মেয়েদের কেউ বড় করার জন্য মানসিকভাবে তৈরি হতে আহবান করলেন মন্ত্রিরতল লাল নাথ। এই কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহনপুর মহকুমা শাসক সুভাষ দত্ত, মোহনপুরের সিডিপিউ দীপক চন্দ্র সরকার, মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন রিনা দেববর্মা সহ অন্যান্যরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow