৪৪ হাজার টাকা চুরি করে হজম করতে পারল না চোর, গেল পুলিশ হাজতে
এয়ারপোর্ট থানার অন্তর্গত তেবাড়িয়া গ্রামে এক ব্যক্তির কষ্টার্জিত টাকা নিয়ে চম্পট দেয় স্থানীয় দুই চোর। যদিও স্থানীয়রা চোরদের সনাক্ত করতে এবং পাকড়াও করতে সক্ষম হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৩৭ হাজার টাকা। অভিযোগ তুলে দেওয়া হয় পুলিশের হাতে।

দ্যা ফ্যাক্ট :- সুযোগ বুঝে বাড়িতে প্রবেশ করে ৪৪ হাজার টাকা নিয়ে চম্পট দিল চোরের দল। অবশেষে পরিবার এবং স্থানীয়দের তৎপরতায় আটক করা হয় অভিযুক্তদের। এদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে নগদ ৩৭ হাজার টাকা। ঘটনা এয়ারপোর্ট থানার অন্তর্গত তেবাড়িয়ায়। অভিযুক্তদের তুলে দেওয়া হয়েছে পুলিশের হাতে।
শনিবার রাতে তেবাড়িয়া গ্রামের মাদাই দাসের বাড়ি থেকে নগদ অর্থ চুরি হওয়ার অভিযোগ ওঠে। বাড়িতে তখন কেউ ছিলেন না। এই সুযোগে প্রতিবেশী দুই যুবক উনার ঘর থেকে মোটা অংকের নগদ অর্থ চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ। মাদাই দাসের পরিবার বাড়িতে ফিরে চুরির ঘটনাটি দেখতে পান। মাদাই দাস বাড়িতে ফিরে পরিবারের অন্যান্য সদস্য সদস্যাদের নিয়ে প্রতিবেশী এক যুবককে সন্দেহ করে জিজ্ঞাসাবাদ চালায়। তার দেওয়ার তথ্য অনুযায়ী মূল অভিযুক্তদের পাকড়াও করে স্থানীয়রা। অভিযুক্তরা হল সঞ্জিত সরকার এবং বিপ্লব সরকার। অভিযুক্তদের কাছ থেকে চুরি যাওয়া ৩৭০০০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। রাতেই ঘটনাস্হলে ছুটে আসে এয়ারপোর্ট থানার পুলিশ। অভিযুক্তদের আটক করে নিয়ে যাওয়া হয় থানায়। স্থানীয়দের দাবি অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুক পুলিশ।
What's Your Reaction?






