ড্রাগসের নেশায় আসক্তদের স্বাস্থ্য পরিষেবা প্রদানে খোলা হয়েছে ওএসটি সেন্টার

রাজ্যের ড্রাগ সেবনকারীর সংখ্যা দিনকে দিন বেড়েই চলেছে। তার সাথে পাল্লা দিয়ে এইডস আক্রান্তের সংখ্যাটাও বৃদ্ধি পাচ্ছে। এই ধরনের সমস্যাগ্রস্থ মানুষদের স্বাস্থ্যপরিসেবা প্রদানে পশ্চিম জেলার ১৮টি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে খোলা হয়েছে ওএসটি সেন্টার।

Apr 5, 2025 - 23:23
 0  15
ড্রাগসের নেশায় আসক্তদের স্বাস্থ্য পরিষেবা প্রদানে খোলা হয়েছে ওএসটি সেন্টার
নরসিগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে উদ্বোধন করা হয়েছে ওএসটি সেন্টার।

দ্যা ফ্যাক্ট :- ড্রাগসের নেশায় আসক্তদের জন্য পশ্চিম জেলার ১৮টি PHC-তে গড়ে তোলা হলো ওএসটি সেন্টার। শনিবার আনুষ্ঠানিকভাবে এই ওএসটি সেন্টার গুলোর উদ্বোধন হয়েছে। নরসিংগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, বামুটিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সহ অন্যান্য স্বাস্থ্য কেন্দ্রগুলোতে শুরু হয়েছে এই পরিষেবা।

               অপ্রিয় হলেও সত্য রাজ্যের প্রতিদিন দ্রুত গতিতে ড্রাগস সেবনকারীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তার সাথে পাল্লা দিয়ে এইচআইভি সংক্রমণের সংখ্যাটাও লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এই পরিস্থিতিতে রাজ্যের যুবক-যুবতীদের রক্ষা করা স্বার্থে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলোতে খোলা হয়েছে ওএসটি সেন্টার। এই সেন্টারে যে কোন ড্রাগস যেমনকারীরা বিনা পয়সায় চিকিৎসা পরিষেবা নিতে পারবে। পাশাপাশি তাদের প্রদান করা হবে কাউন্সিলিং। অর্থাৎ শারীরিক এবং মানসিক চিকিৎসার ব্যবস্থা থাকবে এই প্রতিষ্ঠানে। নরসিংগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এই কর্মসূচির উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন এমওআইসি, নুডাল অফিসার, জেলা পরিষদের সদস্য তথা রোগী কল্যাণ সমিতির চেয়ারপারসন শিলা দাস সেনসহ অনন্যরা। অন্যদিকে বামুটিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এর উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সদস্যা তথা রোগী কল্যাণ সমিতির চেয়ারপারসন খুশবু দেববর্মা, তালতলা পঞ্চায়েতের প্রধান, পূর্ববামুটিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান,এমওআইসি অভিজিৎ দাশগুপ্ত সহ অন্যান্যরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow