সিদ্ধেশ্বরী মন্দিরে উদ্বোধনের প্রস্তুতি চূড়ান্ত, উপস্থিত থাকবেন উত্তর প্রদেশ ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী

বড়কাঠালে শান্তি কালী আশ্রমে নব নির্মিত সিদ্ধেশ্বরী মন্দিরের উদ্বোধনের চূড়ান্ত প্রস্তুতি হয়ে গেছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রীর হাত ধরে মন্দিরের উদ্বোধন হবে বলে জানিয়েছেন চিত্ত মহারাজ।

Sep 15, 2024 - 23:27
 0  24
সিদ্ধেশ্বরী মন্দিরে উদ্বোধনের প্রস্তুতি চূড়ান্ত, উপস্থিত থাকবেন উত্তর প্রদেশ ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী
সিদ্ধেশ্বরী মন্দিরের উদ্বোধনে যোগী আদিত্যনাথে জন্য তৈরি উত্তরীয় প্রকাশ করলেন চিত্ত মহারাজ।ছবি:- নিজস্ব

দ্যা ফ্যাক্ট :- রাত পোহালেই উদ্বোধন হতে চলেছে বড়কাঠালে শান্তিকালী আশ্রমে নবনির্মিত সিদ্ধেশ্বরী মন্দিরের। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন এই মন্দির। তবে পূর্ব ঘোষণা অনুযায়ী উদ্বোধনী অনুষ্ঠানে আসছেন না আসামের মুখ্যমন্ত্রী। রবিবার শান্তিকালী আশ্রমে এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানিয়েছেন চিত্ত মহারাজ।

বড়কাঠালে ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়েছিল শান্তিকালী আশ্রম। এই আশ্রমেই নির্মিত হয়েছে সিদ্ধেশ্বরী মন্দির। শনিবার ধর্মীয় রীতিনীতি মেনে এই মন্দিরের শুভ সূচনা করবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এই লক্ষ্যে সমস্ত প্রস্তুতি চূড়ান্ত হয়েছে। রবিবার বিকেলে শান্তিকালী আশ্রমে এক সাংবাদিক সম্মেলনে আশ্রমের চিত্ত মহারাজ জানান, উদ্বোধনী অনুষ্ঠানের কেন্দ্রবিন্দুতে আয়োজন করা হয়েছে মহাযজ্ঞের। এতে রাজ্য এবং বহিরাজ্যের সাধুসন্তরা অংশ নেবেন। পাশাপাশি ত্রিপুরা এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীদের হাত ধরে এই মন্দিরের উদ্বোধন হবে বলে জানিয়েছেন তিনি।

এদিনের সাংবাদিক সম্মেলনে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর জন্য প্রস্তুত করা উত্তরীয় সাংবাদিকদের সামনে প্রদর্শন করেন মহারাজ। প্রায় ১০ ফুট লম্বা এবং ১ ফুট প্রস্থ এই উত্তরীয়ের দুই প্রান্তে শান্তিকালীর ছবি বোনা হয়েছে। আশ্রমের চিত্ত মহারাজ জানিয়েছেন, শীর্ষা প্রিয়াঙ্কা দেববর্মা নিজ হাতে এটি বুনেছেন। এই উত্তরীয় সোমবার উপহার দেওয়া হবে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে। তিনি জনগণের প্রতি আহ্বান রাখেন, সবাই যেন সুশৃঙ্খলভাবে এই ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow