সাংবাদিকতার পোশাকে মোস্ট ওয়ান্টেড হিসেবে গ্রেপ্তার সৈকতলা পাত্র
গ্রেফতারের পর শুক্রবার সৈকতকে আদালতে তোলার সম্ভাবনার প্রবল
দ্যা ফ্যাক্ট অফ ত্রিপুরা:-রাজ্যের মোস্ট ওয়ান্টেডের তালিকায় থাকা সৈকত তোলাপাত্রকে গ্রেফতার করল ক্রাইম ব্রাঞ্চ। শুক্রবার দুপুরে এনসিসি থানায় রেখে তাঁকে জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। তার বিরুদ্ধে বর্তমান মুখ্যমন্ত্রী এবং পূর্বতন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুৎসা রটানোর অভিযোগ সমেত বহু মামলা দায়ের রয়েছে পুলিশে।
দীর্ঘদিন যাবত পশ্চিমবঙ্গের মাটিতে বসে সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম থেকে সংবাদ সম্প্রচার করত সৈকত তালাপাত্র। দীর্ঘ প্রায় পাঁচ বছরেরও বেশি সময় যাবত রাজ্যের মন্ত্রিসভার বিভিন্ন সদস্য সদস্যা, পূর্বতন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, বর্তমান মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা সহ বিভিন্ন জনের পরিবার এবং ব্যক্তির বিরুদ্ধে কুৎসা প্রচার করার অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশে। দীর্ঘদিন যাবত পুলিশ থেকে পালিয়ে বাঁচলেও অবশেষে শেষ রক্ষা হয়নি। সোশ্যাল মিডিয়াতেই সৈকত বহুবার রাজ্য পুলিশ এবং ক্রাইম ব্রাঞ্চকে চ্যালেঞ্জ জানিয়েছিল ক্ষমতা থাকলে তাকে গ্রেপ্তার করতে। বহুদিন ইঁদুর বেড়ালের খেলা শেষে পুলিশের লকাপে পৌঁছলো সৈকত। তবে তাঁকে কলকাতা থেকে নাকি আগরতলা থেকে গ্রেফতার করা হয়েছে সেই বিষয়টি নিয়ে মুখ খুলতে চাইছে না পুলিশ আধিকারিকরা। সূত্রে খবর পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতারের পর তাকে নিয়ে আসা হয়েছে ত্রিপুরায়।
What's Your Reaction?