রাজধানীর বুকে একই বাড়িতে পরপর দুদিন চোরের হানা, অসহায় পুলিশ
লিখিত অভিযোগ , চোরের ছবি পেয়েও পুলিশ কর্তব্যবিমুখ, আতঙ্কে জনতা
দ্যা ফ্যাক্ট অফ ত্রিপুরা:-পরপর দুদিন রাতের আঁধারে আগরতলা শহরে এডভাইজার চৌমুহনির একই বাড়িতে চোরের হানা। অভিযুক্তদের ছবি সমেত পুলিশে লিখিত অভিযোগ দায়ের করলেও অধরা চুরের দল। এই ঘটনায় আতঙ্কে রাত কাটছে ক্ষতিগ্রস্ত বাড়ি সমেত প্রতিবেশীদের। অথচ পুলিশ ঘটনাস্থলে এসে ন্যূনতম তদন্ত করারও প্রয়োজন বোধ করলনা বলে অভিযোগ।
আগরতলা শহরে প্রতিদিন চোরেদের আধিপত্য বৃদ্ধি পাচ্ছে। যে সংখ্যক চোরি শহরে হচ্ছে তার সঙ্গে চোরদের পুলিশ পাকড়াও করার সংখ্যা নেহাতি নগণ্য। বর্তমানে চোরির ঘটনা তদন্ত করতে গিয়ে পুলিশের অত্যন্তে খামখেয়ালী সামনে আসে। গত বুধবার ভোর রাতে এডভাইজার চমুহনীর চয়ন সাহার বাড়িতে হানা দেয় চোর। বৃহস্পতিবার সকালেই এই ঘটনা পুলিশকে জানান। পরে চোরের ছবি সমেত পশ্চিম থানায় লিখিত অভিযোগ করেন বাড়ির মালিক। দিনভর পুলিশ ঘটনাস্থলে আসার প্রয়োজন বোধ করেনি। এরই মধ্যে বৃহস্পতিবার রাতে পুনরায় একই চোর হানা দেয় এই বাড়িতে। নিয়ে যেতে সক্ষম হয়েছে বাড়ির বাইরে থাকার সমস্ত সামগ্রী। এই ঘটনায়ও বৃহস্পতিবার আরও একটি লিখিত অভিযোগ করেন বাড়ির মালিক চয়ন সাহা। আশ্চর্যের বিষয় হল পরপর দুদিন একই বাড়িতে চোরির ঘটনা সংঘটিত হয়েছে। চোরের ছবি সমেত পুলিশে দ্বিতীয় বার লিখিত অভিযোগ দায়ের করার পরেও ঘটনাস্থল পরিদর্শনের প্রয়োজনীয়তা বোধ কলনা পুলিশ। পুলিশের এই ধরনের আচরণ থেকে প্রশ্ন উঠছে চোরদের পাকড়াও করার ক্ষেত্রে পুলিশের সদিচ্ছা আদও রয়েছে তো?
What's Your Reaction?