সম্প্রসারণ হচ্ছে ত্রিপুরার মন্ত্রীসভা, বৃহস্পতিবার হবে শপথ গ্রহণ
রাজ্যের মন্ত্রীসভাতে আসছে নতুন মুখ। পাশাপাশি পুরানো মুখ বাতিল হওয়ার সম্ভাবনা প্রবল। ইতিমধ্যেই শপথ গ্রহণের জন্য রাজভবনে শুরু হয়ে গেছে প্রস্তুতি। বৃহস্পতিবার হবে নতুন মন্ত্রীদের শপথ গ্রহণ।

দ্যা ফ্যাক্ট :- সম্প্রসারণ হতে চলেছে ত্রিপুরার মন্ত্রীসভা। বৃহস্পতিবার হবে শপথ গ্রহণ। ইতিমধ্যেই রাজভবন থেকে জারি হয়েছে নির্দেশিকা। মন্ত্রীসভাতে নতুন কারা আসছেন তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। পদ পরিবর্তন হওয়ার সম্ভাবনা বিধানসভার অধ্যক্ষের।
বেশ কিছুদিন যাবত রাজ্য রাজনীতিতে জল্পনা চলছিল মন্ত্রীসভার সম্প্রসারণ নিয়ে। মঙ্গলবার রাতে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সাক্ষাৎ করেছেন রাজ্যপালের সাথে। তারপরই বিষয়টি মোটামুটি পাকাপাকি হয়ে যায়। বুধবার রাজভবন থেকে শপথ গ্রহণের নির্দেশিকা জারি হয়। নতুন মন্ত্রিসভায় যুক্ত হবার সম্ভাবনা নিয়ে বিজেপি দলীয় সূত্রে যে নামগুলি উঠে আসছে উনারা হলেন বিধায়ক কিশোর বর্মন, রামপদ জমাতিয়া, বিশ্ববন্ধু সেন, কল্যাণী রায় এবং রতন চক্রবর্তী। এদের মধ্যে দুজন মন্ত্রী এবং একজন অধ্যক্ষ পদে দায়িত্বভার নেওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি খোয়া যেতে পারে মন্ত্রী বিকাশ দেববর্মার মন্ত্রীত্ব। ইতিমধ্যেই মন্ত্রীসভার সম্প্রসারণকে ঘিরে শপথ গ্রহণের জন্য রাজভবনে শুরু হয়ে গেছে প্রস্তুতি।
What's Your Reaction?






