শিলান্যাস হলো বৈদিক গুরুকুল ও বান প্রস্থ আশ্রমের
বামুটিয়ার লালটিলাই হতে চলেছে বৈদিক গুরুকুল ও বান প্রস্থ আশ্রম। বৃহস্পতিবার হয়েছে শিলান্যাস। এখানে শিশুদের বৈদিক গুরুকুল প্রক্রিয়ায় শিক্ষাদানের পরিকাঠামো গড়ে তোলা হবে।
দ্যা ফ্যাক্ট :- বামুটিয়ার লালটিলায় হতে যাচ্ছে বৈদিক গুরুকুল এবং বান প্রস্থ আশ্রম। বৃহস্পতিবার হলো শিলান্যাস । এদিন ভুরে যজ্ঞের মধ্য দিয়ে সূচনা হয়েছে শিলান্যাস অনুষ্ঠানের। শিশু দের জন্য বৈদিক গুরুকুল মাধ্যমে থাকা এবং শিক্ষা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বৃদ্ধ এবং বৃদ্ধাদের এখানে থাকারও ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হয়েছে। বামুটিয়া এলাকার বিশিষ্ট চিকিৎসক খোকন রায় এবং গুণধর দাস যৌথভাবে এই উদ্যোগ নিয়েছেন। আগামী কিছুদিনের মধ্যেই শুরু হবে নির্মাণ কাজ। এই কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পন্ডিত জয়ন্ত শাস্ত্রী, স্বামী সত্য দেব ধর্মার্থী, বিমান নাথ সহ অন্যান্যরা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে চিকিৎসক খোকন রায় জানান ছেলেমেয়েদের গুরুকুল শিক্ষাব্যবস্থায় শিক্ষিত করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অন্যদিকে গুণধর দাস জানান যে সমস্ত মানুষ বার্ধক্যকালে পরিবারের স্নেহ থেকে বঞ্চিত হন উনাদের জন্য এই বান প্রস্থ তৈরি করা হচ্ছে।
What's Your Reaction?