ট্রাফিক পুলিশের উদ্যোগে রাষ্ট্রীয় একতা দিবস এবং পুলিশ স্মৃতি দিবস পালন

রাজ্য ট্রাফিক ইউনিটের উদ্যোগে অঙ্কন প্রতিযোগিতা এবং হেলমেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

Oct 27, 2024 - 22:59
Oct 28, 2024 - 00:29
 0  12
ট্রাফিক পুলিশের উদ্যোগে রাষ্ট্রীয় একতা দিবস এবং পুলিশ স্মৃতি দিবস পালন
টাউন হলে রাষ্ট্রীয় একতা দিবস এবং পুলিশ স্মৃতি দিবস পালন। ছবি- নিজস্ব

দ্যা ফ্যাক্ট :- ট্রাফিক পুলিশের উদ্যোগে রাষ্ট্রীয় একতা দিবস এবং পুলিশ স্মৃতি দিবস উপলক্ষে অঙ্কন প্রতিযোগিতা এবং হেলমেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আগরতলা টাউন হলে রবিবার অনুষ্ঠিত হয়েছে এই কর্মসূচি।

গোটা ভারতবর্ষের পাশাপাশি ত্রিপুরাতেও পালিত হচ্ছে রাষ্ট্রীয় একতা দিবস এবং পুলিশ স্মৃতি দিবস। ত্রিপুরা পুলিশের উদ্যোগে বিভিন্ন জায়গায় এই কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। রাজ্য পুলিশের ট্রাফিক ইউনিটের উদ্যোগে টাউন হলে অঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়েছে। পাশাপাশি দেওয়া হয়েছে হেলমেট। এদিন বক্তব্য রাখতে গিয়ে ট্রাফিক এসপি মানিক লাল দাস বলেন, প্রতিবছর পথ দুর্ঘটনায় জাতীয় মৃত্যুর হারের চাইতে ত্রিপুরাতে দুর্ঘটনায় মৃত্যুর হার অনেকটাই কম। পাশাপাশি উত্তর-পূর্বাঞ্চলের বেশ কিছু রাজ্য থেকেও ত্রিপুরাতে পথ দুর্ঘটনায় মৃত্যুর হার অনেকটাই কম রয়েছে। যদিও গড়ে প্রতিবছর ত্রিপুরাতে পথ দুর্ঘটনায় প্রায় ২৫০ জনের মৃত্যু হচ্ছে বলে জানিয়েছেন তিনি। এই সংখ্যাটিও একেবারে নেহাত কম নয়। তবে রাজ্যে এই ধরনের দুর্ঘটনা কমিয়ে আনার ক্ষেত্রে ট্রাফিক পুলিশ কর্মীদের পাশাপাশি সাধারণ জনগণকেও সচেতন হওয়ার জন্য আহ্বান করেছেন এসপি মানিক লাল দাস।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow