শালবাগানে দুই ব্যক্তির দায়ের কুপে আহত ২, গণপিটুনিতে নিহত ১ অভিযুক্ত, গ্রেফতার ২

শালবাগানে পেট্রোল ভরাকে কেন্দ্র করে শুরু হয় বিবাদ। পরে দু ব্যক্তি মিলে দুজনকে দা দিয়ে কুপিয়ে গুরুতর যখম করে। গণপ্রতিরোধের মুখে অভিযুক্ত দুজনকে পিটিয়ে গরু জখম করা হয়। জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হয়েছেন দা নিয়ে আক্রমণকারী রাকেশ কুমার দেবনাথ। গণআক্রমণকারীদের মধ্যে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

Jul 21, 2025 - 23:24
 0  81
শালবাগানে দুই ব্যক্তির দায়ের কুপে আহত ২, গণপিটুনিতে নিহত ১ অভিযুক্ত, গ্রেফতার ২
শালবাগানে আক্রমণ পাল্টা আক্রমণে নিহত রাকেশ কুমার দেবনাথ।ছবি:- নিজস্ব

দ্যা ফ্যাক্ট :- রবিবার রাতে পেট্রোল কেনাবেচাকে কেন্দ্র করে দু পক্ষের বিবাদের জেরে দা দিয়ে কুপিয়ে জখম করা হলো দুজনকে। স্থানীয়দের প্রতিরোধের মুখে গণপিটুনিতে নিহত এক আক্রমণকারী। নিহতের নাম রাকেশ কুমার দেবনাথ। এই ঘটনার সাথে জড়িত থাকার দায়ে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তদের পুলিশ রিমান্ডে পাঠায় আদালত। 

রবিবার রাতে শালবাগান এলাকায় খোকন দাস এবং রাকেশ কুমার দেবনাথ দুজনের সাথে বাকবিতন্ডা তৈরি হয় সঞ্জিত মুখার্জি এবং বাপন দেবনাথের। পেট্রোল কেনাবেচাকে কেন্দ্র করে এই ঝামেলার সৃষ্টি বলে জানিয়েছে পুলিশ। একসময় দুই পক্ষের ঝগড়া চরম উত্তেজনায় পৌঁছায়। বাড়ি থেকে দা এনে খোকন দাস এবং রাকেশ কুমার দেবনাথ দা দিয়ে সনজিৎ মুখার্জি এবং বাপন দেবনাথকে কুপিয়ে গুরুতর জখম করে। এই দুজন অচেতন হওয়ার পর দুই অভিযুক্ত সুভাষ কলোনী এলাকার দিকে ধাবিত হয়। সেখানে স্থানীয়রা দুই অভিযুক্তকে পাকড়াও করতে সক্ষম হয়। দুজনকে নিয়ন্ত্রণে আনার জন্য দেওয়া হয় কোন পিটুনি। এই গণপিটুনিতে গুরুতর আহত হয়েছে সঞ্জিত মুখার্জি এবং বাপন দেবনাথ। ঘটনাস্থলে ছুটে আসে এয়ারপোর্ট থানার পুলিশ। আহত চারজনকেই উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ভোররাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে রাকেশ কুমার দেবনাথ। এই ঘটনাকে কেন্দ্র করে এনসিসি থানাতে দুটি মামলা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন এসডিপিও সুব্রত বর্মন। গণপিটুনি দিয়ে রাকেশ কুমার দেবনাথকে খুন করার দায়ে রাজিব সাহা এবং তাপস ঘুষ নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তদের সোমবার আদালতে পাঠায় পুলিশ। আদালত অভিযুক্তদের তিনদিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। এই ঘটনার পেছনে আর কারা জড়িত রয়েছে সে বিষয়টিও খুঁজে দেখা হচ্ছে বলে জানিয়েছেন এসডিপিও সুব্রত বর্মন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow