লেফুঙ্গা থেকে সর্বজয় পাড়া যাওয়ার পথে ভেঙ্গে পড়লো লোহার সেতু
দীর্ঘদিন যাবত জরাজীর্ণ অবস্থায় থাকা লোহা সেতুটি বালি বোঝাই লড়ি নিয়ে হুমড়ি খেয়ে ভেঙ্গে পড়ল।
দ্যা ফ্যাক্ট:-লেফুঙ্গা থেকে সর্বজয় পাড়া যাওয়ার পথে ভেঙ্গে পড়ল লোহার সেতু। দীর্ঘদিন যাবত এলাকার মানুষের দাবি ছিল জড়াজড়ির্ণ এই লোহার সেতুটিকে নতুনভাবে নির্মাণ করার জন্য। অবশেষে সেই দাবি পূরণ না হলেও বালি বোঝাই লড়ি নিয়ে ভেঙে পড়ল এই সেতুটি। ঘটনায় আহত হয়েছেন একজন।
লেফুঙ্গা থেকে সর্বজয় পাড়া যাওয়ার রাস্তার মাঝে একটি লোহার সেতু রয়েছে। দীর্ঘদিন আগে এই লোহার সেতুটি বিকল হয়ে পড়ে। ইতিপূর্বে বহুবার স্থানীয়রা দাবি করেছে এই সেতুটিকে মেরামত করা অথবা নতুন ভাবে নির্মাণ করার জন্য। কিন্তু কোন দিকেই পা বাড়ায়নি দপ্তর। ফলে অত্যন্ত ঝুঁকির মধ্য দিয়ে যাতায়াত করতে হতো এলাকার সাধারণ মানুষকে। মঙ্গলবার দুপুরে বালি বুঝাই একটি লড়ি এই সেতুর উপর দিয়ে যাওয়ার সময় ভেঙে পড়ে সেতুটি। এতে আহত হয়েছেন এক ব্যক্তি। আহত ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে লেফুঙ্গা স্হিত প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। সেতু ভেঙ্গে যাওয়ার কারণে বর্তমানে যোগাযোগের ক্ষেত্রে চরম সমস্যার সৃষ্টি হয়েছে এলাকাবাসীর। স্থানীয়দের দাবি এই সেতুটি নতুন ভাবে নির্মাণ করার ক্ষেত্রে অতিসত্বর পদক্ষেপ গ্রহণ করুক দপ্তর।
What's Your Reaction?