ঝড় বৃষ্টির ফলে ব্যাপক প্রভাবিত জনজীবন, মুখ থুবড়ে বিদ্যুৎ
রাজ্যে ঝড় বৃষ্টিকে কেন্দ্র করে বিদ্যুৎ এবং কৃষি ক্ষেত্রে ব্যাপক ক্ষয় ক্ষতি।

দ্যা ফ্যাক্ট :- সোমবার সকাল থেকে দিনভর ঝড় বৃষ্টির ফলে ব্যাপক প্রভাবিত হয়েছে রাজ্যের জনজীবন। বিশেষ করে বিদ্যুৎ পরিসেবা,কৃষিজমি সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে। গ্রামীন এলাকাতে বহু খাতা রাস্তা ভেঙ্গে গেছে। পাশাপাশি সাধারণ মানুষের স্বাভাবিক কাজকর্মে প্রভাব পড়েছে এইদিন। বিভিন্ন অঞ্চলে বিদ্যুতের খুঁটি ভেঙ্গে গেছে। ছেড়ে গেছে বিদ্যুতের তার।বন্ধ হয়ে গেছে বিদ্যুৎ পরিষেবা। দিনভর রাজ্যের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ পরিষেবা মুখ থুবড়ে পড়েছে। অন্যদিকে কৃষি জমিগুলোতে জল জমে বহু ফসল নষ্ট হয়ে গেছে। যার ফলে ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন এলাকার কৃষকরা। ইতিপূর্বে ঘূর্ণিঝড় ফলে ক্ষতিগ্রস্ত কৃষকরা এখনো কোমর সোজা করে দাঁড়াতে পারেনি। এরমধ্যে মঙ্গলবারের ঝড় বৃষ্টির ফলে রাজ্যের কৃষকরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন। রাত পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়নি। যার ফলে সাধারণ জনজীবনে ব্যাপক প্রভাব পড়েছে এইদিন।
What's Your Reaction?






