রোমান স্ক্রিপ্টের দাবি মেনে নিয়েছে সরকার, সামাজিক মাধ্যমে জানায় প্রদ্যুৎ

পরীক্ষার ককবরক ভাষায় লেখার ক্ষেত্রে রোমান স্ক্রিপ্টের দাবি সরকার মেনে নিয়েছে বলে সামাজিক মাধ্যমে জানান প্রদ্যুৎ বিক্রম মানিক্য দেববর্মা

Feb 12, 2024 - 20:17
 0  382
রোমান স্ক্রিপ্টের দাবি মেনে নিয়েছে সরকার, সামাজিক মাধ্যমে জানায় প্রদ্যুৎ

দ্যা ফ্যাক্ট:-রোমান স্ক্রিপ্টে ককবরক ভাষায় পরীক্ষা দেওয়ার দাবি মেনে নিয়েছে সরকার। সামাজিক মাধ্যমে এই স্পষ্টিকরণ দিলেন তিপ্রামথা দলের ফাউন্ডার প্রদ্যুৎ বিক্রম মানিক্য দেববর্মা। সোমবার রাজ্যের বিভিন্ন স্থানে অবরোধ চলাকালীন সময়ে দুপুর আনুমানিক ১.৩০ মিনিট নাগাদ এই বার্তা দিয়েছেন তিনি।

বেশ কিছুদিন যাবৎ ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ককবরক ভাষায় পরীক্ষা দেওয়ার সময় রোমান স্ক্রিপ্ট ব্যবহারের দাবিতে রাজ্য রাজনীতি অত্যন্ত সক্রিয় হয়ে উঠেছিল। পূর্ব ঘোষণা মোতাবেক সোমবার রাজ্যের জাতীয় সড়ক এবং রেলপথ অবরোধ করে টিআইএসএফ।তাতে সরাসরি সহযোগিতা করে তিপ্রামথা। অবরোধ চলাকালীন সময়ে প্রদ্যুৎ বিক্রম মানিক্য দেববর্মা সামাজিক মাধ্যমে এসে দাবি করলেন সরকার রোমান স্ক্রিপ্টে পরীক্ষা দেওয়ার দাবি মেনে নিয়েছে। তবে খবর করা পর্যন্ত সরকারিভাবে তার কোনো স্পষ্টিকরণ আসেনি।প্রদ্যুৎ বিক্রম আন্দোলনকারীদের পরামর্শ দেন সরকারিভাবে ঘোষণা না আসা পর্যন্ত অবরোধ কর্মসূচির জারি রাখতে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow