রোমান হরফ এবং বাংলা হরফে পরীক্ষা দিতে পারবে শিক্ষার্থীরা, মহাকরণে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী
রোমান হরফে পরীক্ষা দেওয়ার দাবি মেনে নিল সরকার

দ্যা ফ্যাক্ট:-রোমান স্ক্রিপ্ট ব্যবহার করে ককবরক ভাষায় পরীক্ষা দিতে পারবে শিক্ষার্থীরা। সোমবার সন্ধ্যায় মহাকরণের সাংবাদিক সম্মেলনে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী।
সোমবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন জাতীয় সড়ক এবং রেললাইনে অবরোধ কর্মসূচি সংঘটিত করেছে টিআইএসএফ। তাঁদের দাবি ছিল মধ্যশিক্ষা পর্ষদ পরিচয়ত পরীক্ষায় শিক্ষার্থীরা রোমানস্ক্রিপ্ট এবং বাংলা স্ক্রিপ্ট ব্যবহার করে যাতে পরীক্ষা দিতে পারে তার ব্যবস্থা করার। অবশেষে মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান পূর্বে যেভাবে রোমান স্ক্রিপ্ট এবং বাংলা স্ক্রিপ্টে শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারতো সেই ভাবেই পরীক্ষা দিতে পারবে শিক্ষার্থীরা। তিনি জানান রাজ্যের মুখ্যমন্ত্রী এবং সরকার রাজ্যের ছেলেমেয়েদের ভবিষ্যৎ এবং শিক্ষাকে নিয়ে অত্যন্ত দায়িত্বশীল।ছেলেমেয়েরা যাতে রোমান স্ক্রিপ্ট এবং বাংলাতে পরীক্ষা দিতে পারে এই বিষয়ে কেবিনেটে সিদ্ধান্ত হয়েছে।যদিও বিগত দিনে রোমান স্ক্রিপ্টে পরীক্ষার্থীর সংখ্যা ২ থেকে ৩ শতাংশ ছিল বলে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী।
What's Your Reaction?






