রেগার মজুরি দাবিতে হেজামারা ব্লকের তালা ও পথ অবরোধ করে তিপ্রা মথা
রেগা শ্রমিকদের মজুরি চেয়ে আন্দোলন জারি রাখল মথা

দ্যা ফ্যাক্ট:-হেজামারা ব্লক এলাকার রেগার শ্রমিকদের প্রাপ্য মজুরির দাবিতে মঙ্গলবার হাজামারা ব্লকে তালা ঝুলালো তিপ্রা মথা। পাশাপাশি আগরতলা খোয়াই জাতীয় সড়ক অবরোধ করা হয়। দাবি করা হয় অতিসত্বর শ্রমিকদের প্রাপ্য মজুরি প্রদান করতে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার।
রেগা শ্রমিকদের মজুরি দাবিতে আন্দোলন জারি রাখল তিপ্রা মথা। গত শনিবার রেগার মজুরির দাবিকে সামনে রেখে হেজামারা ব্লক এলাকার সব কটি ভিলেজ কমিটিতে তালা ঝুলিয়ে ছিল তিপ্রা মথা। সেদিনই ঘোষণা দেওয়া হয়েছিল দাবি পূরণ না হলে ব্লকের তালা ঝুলানো হবে।
হলেও তাই। মঙ্গল বার হেজামারা ব্লকে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করে তিপ্রা মথা। আন্দোলন কর্মসূচি থেকে সিমনা তমাকারী কেন্দ্রের এমডিসি তথা টিটিএএডিসির ইএম রবীন্দ্র দেববর্মা অভিযোগ করেন হেজামারা ব্লক এলাকাতে যারা রেগার কাজ করেছে দীর্ঘদিন যাবত তাঁদের মজুরি বকেয়া রয়েছে। বহুবার ব্লকে এবং মহাকুমা শাসকের কাছে দাবি জানিয়েও কোনো লাভ হয়নি। ফলে ব্লকে তালা ঝুলাতে বাধ্য হয়েছেন বলে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন তিনি। এরপরও দাবি পূরণ না হলে আগামী দিনে সহিংস আন্দোলন করার হুমকি দিলেন রবীন্দ্র দেববর্মা।
What's Your Reaction?






