বিকাশ দেববর্মার সম্পদের নালিশ নিয়ে রাজভবনে কংগ্রেস

বিকাশ দেববর্মাকে মন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়ার দাবি কংগ্রেসের।

Sep 19, 2024 - 23:44
Sep 20, 2024 - 00:00
 0  32
বিকাশ দেববর্মার সম্পদের নালিশ নিয়ে রাজভবনে কংগ্রেস
বিকাশ দেববর্মার অপসারণ চেয়ে রাজ্যপালের নিকট দাবী সনদ দিলে কংগ্রেস।

দ্যা ফ্যাক্ট :- রাজ্য মন্ত্রিসভার সদস্য বিকাশ দেববর্মার অস্বাভাবিক সম্পদ গড়ার নালিশ নিয়ে রাজ্যপালের দ্বারস্থ ত্রিপুরার প্রদেশ কংগ্রেস। দাবি করা হয়েছে মন্ত্রীকে তার পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য। নির্বাচনের পূর্বে মন্ত্রীর দেওয়া এফিডেভিট এবং বর্তমানে মন্ত্রীর দেওয়া তার সম্পদের তথ্যের মধ্যে মিল না থাকায় এই অভিযোগ বলে জানিয়েছেন ত্রিপুরার প্রদেশ কংগ্রেসের রাজ্য সভাপতি আশীষ কুমার সাহা।

সম্পত্তি নিয়ে রাজ্য বিধানসভার অধিবেশনে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন অভিযোগ করেছিলেন, মন্ত্রিত্ব পাওয়ার পর বিকাশ দেববর্মা অস্বাভাবিক হারে সম্পদ বৃদ্ধি করেছেন। তার কয়েকদিন পর মন্ত্রী সাংবাদিক সম্মেলন ডেকে স্পষ্টিকরণ দিতে গিয়ে বলেন তিনি শুরু থেকেই এই বিপুল সম্পদের মালিক। তিনি মন্ত্রী হওয়ার আগে সরকারি ঠিকাদারি কাজের সাথে যুক্ত ছিলেন। তার সরকারি ঠিকাদারি কাজের কোটি টাকার বিলের কপিও তিনি দেখিয়েছিলেন এই সাংবাদিক সম্মেলনে। পাশাপাশি তার পারিবারিক সম্পদ এবং ব্যক্তিগত সম্পদের তথ্যও তুলে ধরেছিলেন তিনি। এরপরই ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের তরফে এই ঘটনাটিকে নতুন মোড় দেওয়া হয়।

বিকাশ দেববর্মা বিধানসভা নির্বাচনের পূর্বে নির্বাচন কমিশনের কাছে যে এফিডেভিট দিয়েছিলেন, তাতে তার সম্পদের পরিমাণের সাথে মন্ত্রীর দেওয়া বর্তমান তথ্যের কোনো মিল নেই বলে অভিযোগ করলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের রাজ্য সভাপতি আশীষ কুমার সাহা। তার অভিযোগ, মন্ত্রী হয়তো নির্বাচন কমিশনকে ভুল তথ্য দিয়েছেন, অন্যথায় মন্ত্রী হওয়ার পর এই বিপুল অর্থ এবং সম্পদের উৎস অবৈধ। বৃহস্পতিবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে রাজ্যপালের নিকট একটি দাবি সনদ পেশ করা হয়েছে। এই দাবি সনদে অতিসত্বর বিকাশ দেববর্মাকে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়ার আর্জি জানানো হয়েছে কংগ্রেসের তরফে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow