রাজ্যে এলেন সংঘ প্রধান মোহন ভাগবত
কার্যকর্তা বিকাশ বর্গ কর্মসূচিকে কেন্দ্র করে রাজ্যে আগামী পাঁচ দিন অবস্থান করবেন মোহন ভাগবত।
দ্যা ফ্যাক্ট :- রাজ্যে এলেন সংঘ প্রধান মোহন ভাগবত। বৃহস্পতিবার দুপুরে এমবিবি বিমানবন্দরে অবতরণ করেন তিনি। আগামী পাঁচ দিন রাজ্যে অবস্থান করবেন তিনি। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বিশেষ কর্মসূচিকে কেন্দ্র করে রাজ্যে এসেছেন সংঘ প্রধান। এদিন এমবিবি বিমানবন্দর থেকে সরাসরি চলে গেছেন খয়েরপুর স্হিত সেবা ধামে।
গত ১৮ তারিখ থেকে সেবা ধামে শুরু হয়েছে কার্যকর্তা বিকাশ বর্গ। বিশেষ করে এই কর্মসূচিতে অংশ নিতে মোহন ভাগবত রাজ্যে এসেছেন বলে জানা গেছে। এই বছর আসাম ক্ষেত্রের অন্তর্গত অরুণাচল প্রদেশের, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা এবং আসামের শিক্ষার্থীদের কার্যকর্তা বিকাশ বর্গ ১৮ মে থেকে সেবাধামে শুরু হয়েছে। এই কর্মসূচিতে অংশ নিয়েছেন ১৫২ জন শিক্ষার্থী। এই বিকাশ বর্গে সংঘের রীতিনীতি মেনে প্রশিক্ষণ দেওয়া হবে শিক্ষার্থীদের। এই বিশেষ কর্মসূচিকে কেন্দ্র করে আগামী পাঁচ দিন রাজ্যে অবস্থান করবেন মোহন ভাগবত। তিনি রাজ্যে অবস্থানরত অবস্থায় বিজেপির শীর্ষ নেতৃত্ব এবং জনপ্রতিনিধিরা উনার সাথে সাক্ষাৎ করার সম্ভাবনা রয়েছে।
What's Your Reaction?