রাজ্যের পর্যটনকে আরো সমৃদ্ধ করতে বোর্ড অব ডাইরেক্টরসের সভা
গীতাঞ্জলি গেস্ট হাউসে অনুষ্ঠিত হলো ৩৮ তম ত্রিপুরা পর্যটন উন্নয়ন নিগমের বোর্ড অব ডিরেক্টরস বৈঠক।
দ্যা ফ্যাক্ট :- ত্রিপুরা পর্যটন উন্নয়ন নিগমের বোর্ড অব ডাইরেক্টরসের এক বৈঠক অনুষ্ঠিত হয় মঙ্গলবার। এই বৈঠকে আগামী দিনে ত্রিপুরার পর্যটন শিল্পকে একটি বিশেষ স্থানে নিয়ে যাওয়ার উপর আলোচনা করা হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী।
প্রাকৃতিক সৌন্দর্যকে কাজে লাগিয়ে পর্যটক আকর্ষণ করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে এই রাজ্যে। বিভিন্ন ঐতিহাসিক স্থান, পাহাড়, নদী এবং সবুজ বনভূমিকে কাজে লাগাতে পারলে রাজ্যের পর্যটন একটি বিশেষ স্থানে পৌঁছতে পারবে। মঙ্গলবার গীতাঞ্জলি গেস্ট হাউসে এই বৈঠকে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে ত্রিপুরার পর্যটনকে আরো কিভাবে সমৃদ্ধ করা যায় তার ওপর আলোচনা করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।
এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র দপ্তরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী, পর্যটন দপ্তরের সচিব উত্তম কুমার চাকমা, অর্থ দপ্তরের সচিব অপূর্ব রায় সহ অন্যান্য আধিকারিকরা। মন্ত্রী জানান, আগামী দুই তিন বছরের মধ্যে রাজ্যের পর্যটনকে কিভাবে বিশেষ স্থানে নিয়ে যাওয়া সম্ভব হবে তার ওপর গুরুত্ব দিয়ে আলোচনা করেছেন আধিকারিকরা। এদিনের এই বৈঠকে রাজ্যের সমস্ত আধিকারিকরা পর্যটন শিল্পকে আরো ব্যাপকভাবে উন্নয়নের বিষয়ে সহমত পোষণ করেছেন বলে জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।
What's Your Reaction?