গভীর রাতে আগরতলয় আক্রমণ পাল্টা আক্রমণে আহত ৯ জন, ময়দানে SP

রাধানগর এবং ভোলাগিরি এলাকায় আক্রমণ ও পাল্টা আক্রমণের ঘটনা সংঘটিত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সিআরপিএফ সহ পুলিশ সুপারকে মাঠে জানতে হয়েছে।

Nov 4, 2024 - 23:59
Nov 5, 2024 - 00:04
 0  19
গভীর রাতে আগরতলয় আক্রমণ পাল্টা আক্রমণে আহত ৯ জন, ময়দানে SP
ভুলাগিরিতে আক্রান্ত রাকেশ দেব ও তার পরিবার। ছবি:- নিজস্ব

দ্যা ফ্যাক্ট :- আগরতলা শহর এবং তার পার্শ্ববর্তী এলাকায় একই রাতে আক্রমণ-পাল্টা আক্রমণের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। বিশেষ করে ভোলাগিরিতে মোট ৯ জন রক্তাক্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে ছুটে যেতে হয়েছে পুলিশ সুপারকে। পুলিশের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

রাধানগর আবাসনের পেছনে একটি কালী পূজা অনুষ্ঠিত হয়েছিল। আবাসনের ভেতর আরেকটি পৃথক পূজাও অনুষ্ঠিত হয়েছে। বাইরে যে পূজা হয়েছে, সেটির প্রতিমা নিরঞ্জনের জন্য আবাসনের ভেতর দিয়ে মিছিল বেরিয়েছে। কিন্তু প্রতিমা নিরঞ্জন শেষে ফিরে এসে আবাসনের গেটে ভাঙচুর ও আবাসনের বাসিন্দাদের মারধর করার অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাতেই পশ্চিম আগরতলা মহিলা থানায় অভিযোগ জানিয়েছেন আবাসনের মহিলারা।

অন্যদিকে ভোলাগিরি এলাকায় দুই পক্ষের আক্রমণ-পাল্টা আক্রমণে প্রায় নয় জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের জিবিপি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অভিযোগ, এই এলাকায় উত্তম মালাকার, শাহজাহান মিয়া, মনির হোসেনসহ অন্যান্যরা রাকেশ দেব, অভিজিৎ দেবসহ অন্যান্যদের বাড়িতে এসে আক্রমণ চালায়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। রাকেশ দেবের বাড়ির লোকজনের অভিযোগ, শাহজাহান মিয়া ও অন্যান্যরা দীর্ঘদিন যাবৎ মাদক কারবারের সাথে জড়িত। রবিবার রাতেও শাহজাহান মিয়া এবং অন্যান্যরা মাদকের আসরে বসে পূর্বের একটি ঝামেলাকে কেন্দ্র করে রাকেশ দেব ও অন্যদের ওপর আক্রমণ চালায়। ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করা হয়েছে। ঘটনাস্থলে রাতেই ছুটে যান পশ্চিম জেলার পুলিশ সুপার ডক্টর কিরণ কুমার কে। তিনি জানিয়েছেন, অভিযুক্তদের বিরুদ্ধে মামলা নিয়ে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow